শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০৪:২৪ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০৪:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোম্পানীগঞ্জে তরমুজের চাষ বেড়েছে ১৬ গুণ, চাষিদের মুখে হাসি

নুর উদ্দিন : [২] গত কয়েক বছর কোম্পানীগঞ্জে স্বল্প আকারে তরমুজ চাষ হলেও এবার গত বছরের তুলনায় ১৬ গুন বেশি চাষ হয়েছে তরমুজ।

[৩] উপজেলার চরহাজারী ইউনিয়নে মাছুয়াধোনা এলাকার চাষি রহিম মিয়া জানান, গতবছর আমরা ২ হেক্টর জমিতে তরমুজ চাষ করি, ফলন ভালো হয়েছে, লাভও ছিল। এবার ২২ হেক্টর পরিমাণ জমিতে তরমুজ চাষ করেছি। গতবারের তুলনায় এবার খরচ বেড়েছে তাই কয়েকজন মিলে চাষ করেছি ।

[৪] মুছাপুর ইউনিয়নের আরেক তরমুজ চাষি সগীর আহমদ জানান,পার্টনার নিয়ে কয়েকজন জমি মালিক থেকে জমি লিজ নিয়ে ৩০ হেক্টর জমিতে এবার তরমুজ চাষ করেছি নদীর কূলবর্তী এলাকায়। ফলন ভালো হয়েছে। তবে যদি একটা বৃষ্টি হতো তাহলে পানির যোগান আরো পেতাম।তাতে ফলন আরো ভালো হতো।

[৫] উপজেলার চর ফকিরা ইউনিয়নের সবুজ আলম জানান, চার একর জমিতে এবার তরমুজ চাষে তার খরচ করতে হয়েছে দেড় লাখ টাকা।পানির সংকটে ফলনে প্রভাব পড়েছে।

[৬] উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, গত বছর উপজেলায় তরমুজ চাষ হয়েছে ৪০ হেক্টর জমিতে এবার তা বেড়ে ৬৫২ হেক্টর জমিতে হয়। মুলত লাভ জনক হওয়ায় তরমুজ চাষে ঝুঁকেছে চাষিরা।

[৭] কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো.বেলাল হোসেন জানান,গত বছর বেশ কিছু ক্যাম্পেইন করেছি কৃষকদের নিয়ে।সেখানে চাষের বিষয়ে ট্রেনিং করানো হয়েছে। সেসব থেকে উৎসাহ পেয়ে কৃষকরা এবার তরমুজ চাষ করেছে।তিনি জানান, করোনা পরিস্থিতিতে তরমুজ বিক্রিতে তেমন প্রভাব পড়বে বলে মনে হয়না।

[৮] কারণ,ইতিপূর্বে চাষিরা চট্রগ্রাম সহ বিভিন্ন এলাকার ক্রেতাদের কাছে কয়েক ধাপে তরমুজ বিক্রি করেছে।এছাড়াও সরকার কাঁচামালের গাড়ী এবং কাঁচা বাজার লকডাউনের আওতাধীন রেখেছে। আশা করা হচ্ছে করোনা পরিস্থিতি তরমুজে তেমন কোন প্রভাব ফেলবে না। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়