আখিরুজ্জামান সোহান: [২] রাষ্ট্রীয় সিনেট এবং অ্যাসেম্বলিতে গাঁজা সেবনে আইনি অনুমোদনের পক্ষে ভোটাভুটির পর, বুধবার নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো বিলটিতে সই করেন। এর মধ্য দিয়ে দেশটির ১৫তম স্টেট হিসেবে গাঁজা সেবনে বৈধতা পেলো নিউইয়র্ক। সিএনবিসি
[৩] মঙ্গলবার সিনেটে বিলটির পক্ষে ভোট দেন ৪০জন সদস্য, বিপক্ষে ভোট পরে ২৩টি। পরের ধাপে অ্যাসেম্বলিতে ১৫০ ভোটের মধ্যে ১০০ ভোটই পরে বিলটির পক্ষে। নিউইয়র্ক পোস্ট
[৪] এক টুইট বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করে কুমো বলেন, ‘আজ একটি ঐতিহাসিক দিন, বিলটির পক্ষে কাজ করা সকল সহকর্মীদের ধন্যবাদ’।
#BREAKING: I just signed legislation legalizing adult-use cannabis.
The bill creates automatic expungement of previous marijuana convictions that would now be legal.
This is a historic day.
I thank the Leader and Speaker and the tireless advocacy of so many.
— Andrew Cuomo (@NYGovCuomo) March 31, 2021
[৫] বিলটি পাস হওয়ার পরে বুধবার রাতে দেওয়া এক বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত জানান কুমো। তিনি বলেন, ‘দীর্ঘসময় ধরে গাঁজাসেবনে নিষেধাজ্ঞার ফলে কারাভোগের কঠোর আইনটি তুলে দিয়ে একটি শিল্পকে বিকাশের সুযোগ দেয়ার ফলে গোটা দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখবে বলে আশা কর’। সিএনএন
[৬] এই বিলটি পাশের পর আইনতভাবে রাজ্যটির ২১ বা তার বেশি বয়সী একজন নাগরিক নিজের আবাসস্থলের বাইরে ৩ আউন্স এবং নিজের বাসায় ৫ আউন্স গাঁজা মজুদ করতে পারবেন।