শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ১২:০৪ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ১২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত

তপু সরকার হারুন: শেরপুরে জমি বিক্রির ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ফজিলা খাতুন (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার সকালে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ফজিলা খাতুন সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের টাঙ্গারপাড়া গ্রামের তহুর উদ্দিনের স্ত্রী। একইদিন দুপুরে জেলা সদর হাসপাতাল মর্গে নিহতের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, ৭ শতাংশ জমি বিক্রির ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে সদর উপজেলার টাঙ্গারপাড়া গ্রামের ফজিলা খাতুনের বড় ভাই আজাদ ও নূরনবীর সঙ্গে একই গ্রামের জমি বিক্রয়ের দালাল আলিফ মিয়া ও বজলু মিয়ার বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ২৯ মার্চ সোমবার সকালে আলিফ মিয়ার নেতৃত্বে বজলু ও মঞ্জু মিয়াসহ আরও কয়েক ব্যক্তি টাঙ্গারপাড়া গ্রামের বাড়িতে গিয়ে আজাদ ও নূরনবীর বোন ফজিলা খাতুনকে বাঁশ দিয়ে বেদম মারপিট করেন। এতে ফজিলা গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে ফজিলা মারা যান।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের আটকে চেষ্টা করছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়