শিরোনাম
◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০৭:০০ বিকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরার তালায় অপহরণের দুই দিন পর এক কলেজ ছাত্রী উদ্ধার, গ্রেফতার এক

সাতক্ষীরা প্রতিনিধি :  [২] জেলার তালায় অপহরণের দুই দিন পর কলেজ ছাত্রী পপি খাতুনকে (১৬) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

[৩] মঙ্গলবার রাতে অপহৃত কলেজ ছাত্রীকে উপজেলার ফলেয়া গ্রাম থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তালা থানায় একটি মামলা হয়েছে।

[৪] গ্রেফতারকৃত যুবকের নাম শুভ বসাক (১৮)। সে ফলেয়া গ্রামের রামপ্রসাদ বসাকের ছেলে।

[৫] মামলার এজাহার সূত্রে জানা যায়, তালা উপজেলায় ফলেয়া গ্রামের রামপ্রসাদ বসাকের ছেলে শুভ বসাক একই এলাকার করিম বিশ^াসের মেয়ে একাদশ শ্রেণীর কলেজ পড়ুয়া ছাত্রী পপি খাতুনকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতো। গত ২৫ মার্চ পপি খাতুন জিয়লানলতা গ্রামে তার ভগ্নিপতির বাড়িতে বেড়াতে যায়। এরপর গত ২৮ মার্চ বিকালে সে বাড়িতে ফেরার পথে পথিমধ্যে তালার রহিমাবাদ প্রাইমারী স্কুলে এলাকায় পৌছালে শুভ বসাক ও তার সঙ্গীরা জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে তাকে মুখ বেঁধে মাইক্রো বাসে তুলে নিয়ে যায়। অনেক খোঁজাখুজির এক পর্যায়ে গত ৩০ মার্চ অপহৃত পপির ভাই আলামিন বিশ্বাস তালা থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-১০, তারিখ-৩০.০৩.২০২১ইং। এ মামলায় গ্রেফতার করা হয় অপহরনকারী শুভ বসাককে এবং অপহৃত পপি খাতুনকে উদ্ধার করা হয় ।

[৬] তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল এ ঘটনার সত্যতা নিষ্চিত করে জানান, অপহরণের অভিযোগে গ্রেফতারকৃত শুভ বসাকে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়