শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০৬:২১ বিকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০৬:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অমর একুশে বইমেলা: তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বই দিয়ে সাজানো রয়েছে স্টল

মনিরুল ইসলাম: [২] মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চায় মানুষকে উদ্বুদ্ধ করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-কর্ম ও মুক্তিযুদ্ধ ভিত্তিক বই নিয়ে অমর একুশে বইমেলায় স্টলে বইয়ের পসরা সাজিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগসহ বেশ কয়েকটি সংগঠন।

[৩] এসব স্টলের বাছাই করা বই বাংলাদেশ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সহায়ক হবে। পাশাপাশি সারাদেশে স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পাঠাগারে ‘বঙ্গবন্ধু কর্নার’ তৈরি এবং তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে ভূমিকা রাখবে বলে উদ্যোক্তাদের আশা করছেন ।

[৪] এবারের বইমেলার মূল প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’। জাতির পিতার জীবন ও কর্ম অধ্যয়ন এবং স্বাধীনতার মর্মবাণী জাতীয় জীবনে যাতে প্রতিফলিত হয়, তার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে এবারের মেলায়। বইমেলার সামগ্রিক সজ্জা, বিন্যাস ও প্রকাশনায় গুরুত্ব পেয়েছে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আবহে।

[৫] এবারও বাংলাদেশ আওয়ামী যুবলীগ বাংলা একাডেমি প্রাঙ্গণে নির্মাণ করেছে বইমেলার স্টল। দৃষ্টিনন্দন এই স্টলে শোভা পাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজের লেখা বইসহ তার জীবন-কর্ম ও মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন প্রকাশনীর বাছাই করা বই এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের লেখা বই। এছাড়া যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির লেখা বইও রয়েছে।

[৬] বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ভিত্তিক বইয়ের প্রচার, সঠিক ইতিহাস মানুষকে জানার সুযোগ করে দেওয়াই তাদের লক্ষ্য বলে জানান যুবলীগ।

[৭] এবার বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে নৌকার উপর বই সাজিয়ে স্টল করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সেখানে সরকারের বিভিন্ন উন্নয়নচিত্রও তুলে ধরা হয়েছে।

[৮] বাংলাদেশ ছাত্রলীগেরও স্টল রয়েছে বইমেলায়, নাম ‘মাতৃভূমি,। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বই দিয়ে স্টল সাজানো হয়েছে।

[৯] প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পাঠাগারে ‘বঙ্গবন্ধু কর্নার’ তৈরি করতে বইমেলায় মানসম্মত বই বাছাইয়ে পরামর্শ দিচ্ছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন।

[১০] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে রচিত গ্রাফিক নভেল ‘মুজিব’ এর প্রথম থেকে অষ্টম পর্ব নিয়ে বইমেলায় স্টল সাজিয়েছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) । ভাষার আন্দোলনের শুরুর পর্ব ও তাতে বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে ‘মুজিব’ ৮ এবার বইমেলায় পাঠকদের মধ্যে সাড়া ফেলেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়