শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০৪:৫৪ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০৪:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উইলিয়ামসন-ডু প্লেসিসদের টপকে সবার সেরা র‌্যাঙ্কিংয়ে নাঈম শেখ

স্পোর্টস ডেস্ক: [২] আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) হালনাগাদকৃত র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। যেখানে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ও আরেক সাবেক প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিসদের মতো তারকাদের টপকে বাংলাদেশের মধ্যে সবার সেরা র‌্যাঙ্কিংয়ে টাইগার ওপেনার নাঈম শেখ।

[৩] নাঈম টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে উঠেছেন ২৮ নম্বরে। ১৩ ধাপ উন্নতি করে টাইগার এই বাঁহাতি ওপেনার ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে। তারপরে অর্থাৎ ২৯ নম্বরে আছেন আরেক ওপেনার লিটন কুমার দাস। লিটনের ৫৩৭ রেটিংয়ের বিপরীতে নাঈমের রেটিং ৫৪১।

[৪] লিটনের পরে আছেন ফাফ ডু প্লেসিস। তার অবস্থান ৩০ নম্বরে। এরপরে আছেন টাইগার টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার অবস্থান ৩১ নম্বর ও রেটিং হচ্ছে ৫২৮। এছাড়া আর সৌম্য সরকার উন্নতি করেছেন ৫ ধাপ।তাঁর অবস্থান ৪১ নম্বরে।

[৫] মূলত নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে নাঈম শেখ খেলেন যথাক্রমে ২৭ ও ৩৮ রানের ইনিংস। তার সুবাধে আইসিসি থেকে এমন পুরস্কার পেয়েছেন। এছাড়া নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৭ বলে ৫১ রানের ইনিংস খেলেছেন সৌম্য। এতে তিনি এগিয়েছে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে। - আইসিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়