শিরোনাম
◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০৪:৪৩ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০৪:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদেশ ফেরত ও পাচারের শিকার মানুষদের প্রশিক্ষণ ও অর্থনৈতিক পুনরেকত্রীকরণে ব্র্যাক মাইগ্রেশন ও কৃষি বিপণন অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক সই

কূটনৈতিক প্রতিবেদক: [২] বুধবার কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মসূচি প্রধান শরিফুল হাসান এতে স্বাক্ষর করেন।

[৩] এর ফলে বিদেশে ফেরত অভিবাসী এবং পাচারের শিকার নারী-শিশুদের প্রশিক্ষণ, দক্ষতা তৈরি ও টেকসই হবে।

[৪] কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ বলেন, প্রবাসীদের কারণেই আজকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ শক্তিশালী। কিন্তু বিদেশ ফেরত মানুষদের বিশেষ করে নারীরা ফেরত অসার পর খুব অসহায় থাকে।

[৫] সমঝোতা স্মারক অনুযায়ী বিদেশ থেকে ফেরত আসা অভিবাসী এবং পাচারের শিকার নারী-শিশুদের সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনরেকত্রীকৃত্রের কাউন্সিলিং, দক্ষতা বিকাশ এবং প্রশিক্ষণ প্রাপ্তদের উদ্যোক্তা তৈরিতে দুই প্রতিষ্ঠান নিবিড়ভাবে কাজ করবে।

[৬] এর আতওায় ফিরে আসা নারী-শিশু এবং বিদেশফেরত অভিবাসীকর্মীদের সনাক্তকরণ, চাহিদা নিরূপণ, ঋণ ও আর্থিক সহায়তা, প্রয়োজনীয় প্রশিক্ষণ, ব্যবসা নির্বাচন এবং কর্মসংস্থান উদ্যোগের সুযোগ তৈরিতে সহায়তা করা হবে।

[৭] কৃষি বিপণন অধিদপ্তর তাদের চাহিদা অনুযায়ী কৃষি ভিত্তিক দক্ষতা বিকাশের প্রশিক্ষণ এবং টেকসই পুনরেকত্রীকরণের জন্য উদ্যোক্তো তৈরিতে সহায়তা করার পাশাপাশি প্রশিক্ষণকালীন সময়ে প্রশিক্ষণার্থীদের সকল প্রকার সুরক্ষা নিশ্চিত করবে এবং তথ্য প্রসার ও জনসচেতনতা তৈরি করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়