শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০৪:৩৫ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০৪:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাম্প্রতিক সহিংস ঘটনায় প্রাণহানির দায়িত্ব সরকারকেই নিতে হবে: জি এম কাদের

শাহীন খন্দকার: [২] জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের আর ও বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতার জন্মশত বার্ষিকী উদযাপনের মধ্যে পুলিশের গুলিতে যে হতাহতের ঘটনা ঘটেছে, তার দায়িত্ব সরকারকেই গ্রহণ করতে হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান মঙ্গলবার সংবাদ মাধ্যমে এক বিবৃতিতে একথা বলেন।

[৩] তিনি আরও বলেন, সরকারের সাথে যদি কোনো মহলের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়, তার মিমাংসা রক্তাত্ব পথে হতে পারে না। সরকারের নীতি, কর্মকাণ্ড এবং আচরণের বিরুদ্ধে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, সাম্প্রতিক সময়ের আন্দোলনে তারই বহিঃপ্রকাশ ঘটেছে।

[৪] জাপা চেয়ারম্যান বলেন, এই কয়েকদিনের বিক্ষোভে বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটে গেছে। এটা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত এবং নিন্দনীয়। সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অনতিবিলম্বে চলমান বিরোধ ও সংঘাতময় পরিস্থিতির অবসান ঘটাতে হবে।

[৫] তিনি বলেন, এ ক‘দিনের ঘটনায় যারা নিহত বা আহত হয়েছেন, তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। সরকারকে অবশ্যই মনে রাখতে হবে, দমন,পীড়নে সংকট আরো ঘণিভূত হয়। আমি আশা প্রকাশ করি, সরকারের শুভ বুদ্ধির উদয় হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়