শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০৩:২৩ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০৩:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলতি সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৩০ দেশে অ্যাপল কোম্পানি রিপেয়ার স্টোর ভেরিফিকেশন সুবিধা দিবে

দেবদুলাল মুন্না:[২] গতকাল মঙ্গলবার সার্টিফিকেশন সেটআপ আরও বড় পরিসরে করার কথা জানিয়েছে শীর্ষ প্রযুক্তি জায়ান্টটি। অন্য দেশগুলোর মধ্যে রয়েছে, অস্ট্রেলিয়া, ভারত, মালয়েশিয়া, আফগানিস্থান, ভুটান, ব্রাজিল, ব্রæনেই দারুসসালাম, কম্বোডিয়া, কুক আইল্যান্ডস, ফিজি, হংকং, ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া, লাওস, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মায়ানমার, নেপাল, নিউজিল্যান্ড, পাকিস্থান, পাপুয়া নিউ গিনি, ফিলিপাইন, রাশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, তাইওয়ান, থাইল্যান্ড। এছাড়া ভিয়েতনামসহ আরও পাঁচদেশে এ সুবিধা পর্যায়ক্রমে খুব শিগগির দেওয়ার পরিকল্পনা রয়েছে। খবর, ভার্জ ও ডিজিবাংলা।

[৩] ২০১৯ সালে যখন অ্যাপল যুক্তরাষ্ট্রে তাদের স্বাধীন রিপেয়ার প্রোভাইডার প্রোগ্রাম চালু করে তখন সেটি অন্যান্য দেশেও স¤প্রসারণের প্রতিশ্রæতি দিয়েছিলো।

[৪] মূলত এই প্রোগ্রামের মাধ্যমে অ্যাপলের স্বীকৃতি সেবাদানকারী প্রতিষ্ঠানের বাইরের সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকেও ক্রেতাদের কাছে বিশ্বাসযোগ্য করার চেষ্টা করা হয়। যেকোনো প্রতিষ্ঠান এই প্রোগ্রামের আওতায় বিনামূল্যে যুক্ত হতে পারে। এজন্য তাদের অ্যাপল সার্টিফায়েড প্রযুক্তি থাকতে হবে এমনটা নয়। শুধুমাত্র অনলাইনে সার্টিফিকেশন পরীক্ষায় উত্তীর্ণ হলে এই প্রোগ্রামের আওতাভুক্ত হবেন গ্যাজেট মেরামতকারী প্রতিষ্ঠানগুলো।

[৫] সার্টিফিকেট পাওয়া প্রতিষ্ঠানগুলো অ্যাপলের সকল পণ্যের প্রকৃত পার্টস, টুলস, রিপেয়ার ম্যানুয়াল ও ডায়াগনস্টিক সুবিধার অ্যাক্সেস পাবেন। এর মাধ্যমে তারা অ্যাপল পণ্যের মেরামত সঠিকভাবে ও নিরাপদে সম্পন্ন করতে পারবেন।

[৬] এর আগে যুক্তরাষ্ট্রের বাইরে কানাডা ও ইউরোপে প্রোগ্রামটির স¤প্রসারণ করা করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়