শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০৩:২৫ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০৮:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উন্নয়নসূচকগুলোতে বাংলাদেশের অগ্রগতি কোনও জাদুর কাঠির ছোঁয়ায় হয়নি

আসিফুজ্জামান পৃথিল: [২]মুক্ত অর্থনীতি, অসাধারণ জণনীতি এবং নিরবিচ্ছিন্ন গণতন্ত্র কাজ করেছে প্রধান নিয়ামক হিসেবে।

[৩] গত ২০ বছরে বাংলাদেশ নিয়মিতই ৫ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে প্রতিবছরই। ফলে রকেট গতিতে বেড়েছে মাথাপিছু আয়, পাকিস্তানকে অতিক্রম করে এখন ভারতের গায়ে শ্বাস ফেলছে। সামাজিক সূচকে অগ্রগতি, নারীর ক্ষমতায়ন, স্বাক্ষরতা বাড়ানো, জনসংখ্যা নিয়ন্ত্রণ ইত্যাদিতে বাংলাদেশের সাফল্য ঈর্ষনীয়। সাউথ এশিয়া ডট কম

[৪] ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ডের শিকার হওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রায় ৪ বছর বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। এই সময় তার প্রধান চ্যালেঞ্জ ছিলো বিপুল জনসংখ্যাকে খাবার যোগানো। আরেকটি বড় সমস্যা ছিলো প্রায় ধ্বংস হয়ে যাওয়া অবকাঠামো। সব মিলিয়ে ১০৭৩ সালে জিনিসপত্রের দাম এতোটাই বেড়ে যায়, বাংলাদেশকে মোকাবেলা করতে হয় প্রাণ সংহারি দূর্ভিক্ষ।

[৫] ১৯৭৩ সালেও বাংলাদেশের প্রবৃদ্ধি ছিলো ৪ শতাংশ। বিশ্বব্যাংক বলচে সদ জন্মানো একটি দেশের ক্ষেত্রে উচ্চ প্রবৃদ্ধি মোটামুটি স্বাভাবিক। ১৯৮০’র দশকে তা কমে দাঁড়ায় ৩ শতাংশ। ১৯৯০ এর দশকে অর্থনীতিকে মুক্ত করে দেওয়ার পরেই প্রবৃদ্ধি ৫ শতাংশে চলে আলে। আর ২০০০ সালের পর তা দাঁড়ায় ৬ শাংশ। আর ১০ এর দশকে তা ৭ শতাংশ অতিক্রম করে।

[৬] বাংলাদেশে শহরাঞ্চলের সঙ্গে তাল মিলিয়ে গ্রামীন এলাকার উন্নতি হয়েছে। সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে নারীর। সরকারের জননীতি সবসময়েই নারীর উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করেছে। সবচেয়ে বেশি সফলতা এসেছে জনসংখ্যা নিয়ন্ত্রণে। ১৯৭০ এর দশকে যা ছিলো ৩ শতাংশের উপরে, তা এখন ২ শতাংশের নিচে।

[৭] শূণ্য এর দশকে আওয়ামীলীগ মোট ৪টি বিষয়কে গুরুত্ব দেয়। কৃষিখাত, নিয়ন্ত্রিত জনসংখ্যা, দক্ষ জনবল আর নারীর ক্ষমতায়ন। এই ৪ নীতিই মূলত বাংলাদেশকে উন্নয়নের শিখরে তুলে দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়