শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০২:৫৮ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জমি নিয়ে বিরোধ স্বেচ্ছাসেবকলীগ নেতাকে হত্যা, আটক এক

অহিদ মুুকুল:[২] নোয়াখালীতে মসজিদ থেকে ডেকে নিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগে তার চাচাকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার ভোরে সদর উপজেলার কাশিপুরের দত্তবাড়ি এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

[৩] আটক মো. ইকবাল হোসেন(৪০) একই এলাকার আব্দুল আলীর ছেলে।নিহত মোহাম্মদ আলী মনু (২৮)ওই এলাকার আকবর আলীর ছেলে। তিনি শহর স্বেচ্ছাসেবকলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ছিলেন।

[৪] স্থানীয়রা জানায়, সোমবার রাতে দত্তবাড়ি এলাকা থেকে মনুকে ধরে নিয়ে যান চাচা ইকবাল ও তার সহযোগীরা। এরপর বাড়ির পাশে একটি দোকানে আটকে রেখে পিটিয়ে হত্যা করেন।

[৫] এ সময় বাঁচাতে গিয়ে হামলার শিকার হন মনুর ছোট ভাই আহমেদ আলী। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় আর মনুকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

[৬] নিহতের ভাই আহমেদ আলী জানান, চাচা ইকবাল ও তার সহযোগী শাহাদাত হোসেনসহ কয়েকজন এশার নামাজের পর মনুকে মসজিদ থেকে ডেকে লিটন দাসের লেপ-তোশকের দোকানে নিয়ে যান।

[৭] এ সময় তারা মনুকে আটকে রেখে লোহার রড ও হেমার দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন। পরে আমরা মনুকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেই। সেখানে নেয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান।

[৮] নিহতের মা শাহিদা বেগম বলেন, ইকবালদের সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ রয়েছে। এ ঘটনার জের ধরে পরিকল্পিতভাবে আমার ছেলে মনুকে মসজিদ থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

[১০] সুধারাম থানার ওসি মো. শাহেদ উদ্দিন জানান, মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত চাচাকে আটক করা হয়।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়