শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০৮:৫৮ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাউয়ের খোসার মজাদার চাটনি

ডেস্ক রিপোর্ট: গরমের দিনে লাউয়ের তরকারি খেতে পছন্দ করেন অনেকেই। কারণ লাউ শরীর কে ঠাণ্ডা রাখে। পাশাপাশি পেটের সমস্যাও দূর করে। কিন্তু লাউ রান্না করলে সচরাচর খোসা জায়গা পায় ময়লার ঝুড়িতে। খোসা থেকে তৈরি করা যায় মজাদার চাটনি সেটা অনেকেরই অজানা। ইত্তেফাক

গরম ভাতের সাতে এ ভর্তা একাই একশ। জেনে নিন তাহলে লাউয়ের খোসা দিয়ে তৈরি করা চমৎকার চাটনির রেসিপিটি।

উপকরণ:

লাউয়ের খোসা- ১ টা

কাঁচা মরিচ- ১৭ টা

তেল- ২ টেবিল চামচ

টমেটো- ২ টা

পানি- পরিমাণ মত

হলুদ- ১ চা চামচ

হিং- অর্ধেক চা চামচ

লবণ- স্বাদমত

সরিষা- ১ চা চামচ

মেথি- ১ চা চামচ

ধনেপাতা- ১ হাত

মসুরি কালাই ডাল- ১ চা চামচ

প্রস্তুত প্রণালী:
লাউয়ের খোসাকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে বেটে নিতে হবে। টমেটো গুলোকেও সেদ্ধ করে ভর্তা বানিয়ে রাখতে হবে। এর পরে একটি প্যানে হালকা আঁচে তেল গরম করে তাতে হিং, সরিষা, মেথি, মসুরি কালাই, হলুদ এবং দুইটি কাঁচা মরিচ দিয়ে ভালো করে ভেঁজে নিতে হবে। এবারে লাউয়ের খোসা বাটা দিয়ে দিতে হবে। পরিমাণ মত পানি দিতে হবে। চুলোর আঁচ মৃদু হতে হবে। তারপরে লবণ এবং আরও একটু হলুদ দিতে হবে। একটু ভেঁজে তাতে টমেটো ভর্তা দিয়ে দিতে হবে। পানি শুকিয়ে আসলে তাতে অবশিষ্ট মরিচ গুলো দিয়ে দিতে হবে। কিছুক্ষণ ভেঁজে ধনেপাতা গুলো দিয়ে চুলো থেকে নামিয়ে নিতে হবে। পরিবেশন করুন গরম ভাতের সাথে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়