শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০৩:০৪ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

নিউজ ডেস্ক: পবিত্র শবেবরাত ও ভারতে সনাতন ধর্মালম্বীদের হোলি উৎসবকে ঘিরে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম সোমবার ও মঙ্গলবার দু’দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৯ মার্চ) বিকেলে বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমীন বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

বুড়িমারী স্থলবন্দরের কাস্টমস্ সহকারী কমিশনার (এসি) কেফায়েত উল্যাহ মজুমদার জানান, পবিত্র শবেবরাত ও হোলি উৎসব উপলক্ষে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি দুই দিনের জন্য বন্ধ থাকবে। আগামী বুধবার যথানিয়মে আমদানি-রপ্তানি শুরু হবে।

বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজ নিশাত বলেন, সোমবার (২৯ মার্চ) হিন্দু ধর্মালম্বীদের হলি উৎসব ও মঙ্গলবার (৩০ মার্চ) মুসলমানদের পবিত্র শবেবরাত উপলক্ষে স্থলবন্দর দুই দিন বন্ধ রয়েছে। এবার পবিত্র শবেবরাত ও ভারতের হোলি উৎসব এক সঙ্গে হওয়ায় বুড়িমারী স্থলবন্দর দুই দিন বন্ধ।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশনের কার্যক্রম স্বাভাবিক থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়