শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১, ০৭:০১ বিকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২১, ০৭:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেফস টেবিলের ৩৬টি রেস্টুরেন্টে ভ্যাট ফাঁকির মহোৎসব

সুজন কৈরী: ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের অভিযানে ইউনাইটেড গ্রুপের ফুডকোর্ট শেফস টেবিলের ৩৬টি রেস্টুরেন্টে ভ্যাট ফাঁকির মহোৎসব দেখতে পেয়েছে।

রাজধানীর বাড্ডার সাতারকুলে মাদানি এভিনিউয়ে অবস্থিত ফুডকোর্ট শেফস টেবিলে গত ২২ মার্চ অভিযান চালায় ভ্যাট গোয়েন্দার সহকারী পরিচালক মুনাওয়ার মুরসালীনের নেতৃত্বে একটি দল। ভোজন-রসিকদের একটি প্রিয় খাবারের সমাহার হচ্ছে শেফস টেবিল। এই ফুডকোর্টে বিভিন্ন ব্রান্ডের ৩৬টি খাবারের দোকান রয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরে এটি উদ্বোধন করা হয়।

সোমবার ভ্যাট গোয়েন্দার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুসন্ধানে সংস্থাটি দেখতে পেয়েছে, প্রতিষ্ঠানটি শুরু থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ১১ মাসে মোট ১৭ কোটি ৫৯ লাখ টাকার বিক্রয় তথ্য গোপন করেছে। করোনার কারণে ফুডকোর্টটি গত বছরের এপ্রিল থেকে জুন এই তিন মাস বন্ধ ছিল।

অনুসন্ধানে সংস্থাটি দেখতে পায়, ১১ মাসে ৩৬টি রেস্টুরেন্টে প্রকৃত বিক্রয় ছিল ২৩ কোটি ৪৯ লাখ টাকা এবং ভ্যাটযোগ্য মূল্য ছিল ২০ কোটি ৪২ লাখ টাকা। এই ৩৬টি রেস্টুরেন্ট পৃথকভাবে ভ্যাট রিটার্নে প্রদর্শন করেছে ২ কোটি ৮৩ লাখ টাকার বিক্রয়। তাদের অপ্রদর্শিত সেলসের পরিমাণ ১৭ কোটি ৫৯ লাখ টাকা। এসব রেস্টুরেন্টের এই গোপনকৃত বিক্রয়ের উপর ভ্যাট ফাঁকি হয়েছে ২ কোটি ৬১ লাখ টাকা।

ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর বলছে, রেস্টুরেন্টগুলো খাবার বিক্রির সময়ে ক্রেতাদের কাছ থেকে ভ্যাট আদায় করেলেও তা সরকারী কোষাগারে জমা দেয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানকালে সংস্থার গোয়েন্দা দল ইউনাইটেড গ্রপের শেফস টেবিলের কম্পিউটারের তথ্য ও অন্যান্য বাণিজ্যিক দলিলাদি জব্দ করে। শেফস টেবিল প্রতিটি রেস্টুরেন্ট থেকে ১৮ শতাংশ রেভিনিউ শেয়ারিং করে। এসব তথ্য ও রেস্টুরেন্টের রিটার্ন যাচাই করে এই হিসাব বের করা হয়েছে।

প্রতিষ্ঠানভিত্তিক তালিকা অনুযায়ী দেখা যায়, সবচেয়ে ফাঁকি দিয়েছে আফগান গ্রিল (২৩ লাখ ৭১ হাজার টাকা), দরবার ক্যাটারিং (১৫ লাখ ৭৪ হাজার টাকা), টরকা এক্সপ্রেস (২৪ লাখ ৬০ হাজার টাকা), পাঞ্জাব কিচেন (১৪ লাখ ৪ হাজার টাকা, থাই এমারেল্ড (১৩ লাখ ৩৯ হাজার টাকা), এবসলিউট থাই (১২ লাক ৫৩ হাজার টাকা), সিলান্ট্রো (১২ লাখ ৫৯ হাজার টাকা), পিৎজা গাই (১২ লাখ ১৯ হাজার টাকা) ও আলফ্রেসকো (১১ লাখ টাকা)।

ভ্যাট গোয়েন্দা জানিয়েছে, ভ্যাট ফাঁকির অভিযোগে প্রত্যেকটি রেস্টুরেন্টকে অভিযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সেই সঙ্গে ভবিষ্যতে ভ্যাট ফাঁকি রোধে শেফস টেবিলের প্রতিটি রেস্টুরেন্টে ইলেক্ট্রনিক ফিসকাল ডিভাইস প্রবর্তনের জন্য ভ্যাট গোয়েন্দা ঢাকা উত্তর কমিশনারেটকে অনুরোধ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়