লিহান লিমা: [২] করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে উহানে চালানো বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চীনের যৌথভাবে করা অনুসন্ধানী কার্যক্রমের গবেষণায় উঠে এসেছে, করোনা ভাইরাস বাদুড় থেকে অন্য প্রাণীর মাধ্যমে মানুষের শরীরে এসেছে। গবেষণায় আরও বলা হয়েছে, ল্যাবে এই ভাইরাস সৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। এএফপি
[৩] গবেষণা প্রতিবেদনটি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশিত না হলেও এর একটি কপি হস্তগত হয়েছে বলে দাবি করেছে মার্কিন বার্তা সংস্থা এপি। এপির প্রতিবেদনে বলা হয়, এই গবেষণায় অনেক বহুল প্রত্যাশিত প্রশ্নের উত্তর মেলেনি। গবেষক দল ল্যাব থেকে ভাইরাস ছড়িয়ে যাওয়ার তথ্য ব্যতীত অন্য সব ক্ষেত্রে আরও ব্যাপক গবেষণা করার প্রস্তাব দিয়েছেন।
[৪] খসড়া গবেষণা প্রতিবেদনে ভাইরাসের উৎপত্তি নিয়ে চারটি সম্ভাবনার কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, দ্বিতীয় কোনো প্রাণী থেকে সংক্রমিত হতে পারে। তবে সরাসরি বাদুর থেকে সম্ভবত সংক্রমণ হয়নি। শীতাতপ নিয়ন্ত্রিত খাবার সামগ্রী থেকে ভাইরাসের সংক্রমণ ঘটার সম্ভাবনা থাকলেও সম্ভবত তা হয়নি বলে জানানো হয়েছে।
[৫] এছাড়া গবেষণা প্রতিবেদনটি প্রকাশের সময় বার বার পিছিয়ে দেওয়ায় বর্তমান বৈশ্বিক মহামারির দায় কাটাতে বেইজিং গবেষকদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইতোমধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এই প্রতিবেদনে চীন সরকারের প্রভাব দেখা যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক কর্মকর্তা বলেছেন, এই প্রতিবেদনটি আগামী কয়েক দিনের মধ্যে প্রকাশিত হতে পারে।