রাহুল রাজ: [২] জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে মাঠে নামার আগে দুঃসংবাদ পেয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। রোববার (২৮ মার্চ) করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে তার। তবে ২৪ ঘণ্টার ব্যবধানে কোভিড-১৯ টেস্টে নেগেটিভ হয়েছেন তিনি।
[৩] দেশে করোনা মহামারি শুরু হয়েছে আবারও। দৈনিক লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এর মাঝেই শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। এখানেও হানা দিয়েছে করোনাভাইরাস। আসরের শুরুতে সাদমান ইসলামের আক্রান্ত হবার খবর শোনা যায়। এরপর সিলেটের ইবাদত হোসেনও আক্রান্ত হন। প্রথম রাউন্ড শেষে আক্রান্ত হয়েছেন মোহাম্মদ আশরাফুল ও আকবর আলী।
[৪] তবে করোনা টেস্টে নেগেটিভ হওয়া নিয়ে আশরাফুল জানান, ‘আলহামদুলিল্লাহ, একটু আগে জানতে পারলাম আমার করোনা টেস্টে নেগেটিভ এসেছে। ২৭ তারিখ করেছিল, সেখানে পজিটিভ এসেছিল। ভেবেছিলাম মঙ্গলবার করোনা টেস্টের রেজাল্ট দিবে, সেটি আজকে দেওয়া হয়েছে।
[৫] আশরাফুল আরো জানান, কোভিডের ভ্যাকসিন নিয়েছিলাম ২১ তারিখ। তারপর একটা ম্যাচ খেললাম। দীর্ঘদিন অপেক্ষা করছিলাম জাতীয় লিগের জন্য। আশা ছিল পুরো আসরে ভালোভাবে খেলতে পারব। ২০ তারিখ ভ্যাকসিন নেওয়ার পর সবার শরীর একটু দুর্বল ছিল যে কারণে প্রথম ম্যাচে ছেলেরা শতভাগ দিতে পারেনি।
[৬] এদিকে দ্বিতীয় রাউন্ডে রাজশাহীর বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারেননি আশরাফুল। এতে এই রাউন্ড আর খেলা হচ্ছে না।
আপনার মতামত লিখুন :