শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১, ০৩:৫২ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২১, ০৩:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থার উন্নতি দেখতে চাই: মিলার

মিনহাজুল আবেদীন: [২] সোমবার যমুনা টিভির এক প্রতিবেদনে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার এক সাক্ষাতকারের বলেন, ৫০ বছরের বাংলাদেশকে গণতান্ত্রিক চর্চা, জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য খাতের উন্নয়নে গুরুত্ব দিতে হবে। তবে যে কোনো কাজেই সক্রিয়ভাবে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র।

[৩] তিনি বলেন, মানবাধিকার ইস্যুকে গুরুত্ব দিয়ে সামনের বছরগুলোতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কাজ করবে। এছাড়া অর্থনৈতিক উন্নয়নে সব ধরনের সহায়তা দেয়া হবে।

[৪] আর্ল আর মিলার বলেন, করোনায় সারা পৃথিবীর অর্থনীতি যেখানে থেমে রয়েছে, সেখানে বাংলাদেশের অর্থনীতিতে বিরাট পরিবর্তন দেখা গেছে, যা বিস্ময়কর। তবে করোনা আমাদের অনেক কিছু নতুন করে শিখিয়েছে।

[৫] মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমি বাংলাদেশর ৮টি বিভাগ ঘুরে দেখেছি এবং তা উপভোগ করেছি। যেখানেই গেছি, সেখানকার মানুষের মধ্যে দেখেছি প্রতিশ্রুতি, সুযোগ এবং আশা। যা অবিশ্বাস্যভাবে উজ্জ¦ল এক সমৃদ্ধ এনে দিচ্ছে বাংলাদেশকে।

[৬] রাষ্ট্রদূত বলেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি, আপনি যখনই বাংলাদেশি তরুণদের সঙ্গে সময় কাটাবেন, অবশ্যই তাদের মধ্যে বাংলাদেশের ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখতে পাবেন।

[৭] তিনি বলেন, আমরা কোভিড মহামারি নিয়ে কীভাবে কাজ করবো সেই বিষয়গুলো গুরুত্ব দেয়া হচ্ছে। ইউএসআইডি এর মাধ্যমে বিগত ৫০ বছর ধরে সিডিসি বাংলাদেশের সঙ্গে জনস্বাস্থ্য নিয়ে কাজ করছে। তবে জলবায়ু পরিবর্তন বিষয়ক কার্যক্রম নিয়ে নতুনভাবে যুক্তরাষ্ট্র প্রশাসন গুরুত্ব দিচ্ছে।

[৮] তিনি আরও বলেন, রাষ্ট্রপতি জো বাইডেন বাংলাদেশে আসলে আমি খুবই খুশি হবো। বাংলাদেশসহ দক্ষিণ এশীয় অঞ্চলগুলো সফর করবেন। যেমনটি ২০০০ সালে বিল ক্লিনটন বাংলাদেশে সফর করেছিলেন। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কাজের পরিধি আরও বাড়বে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়