শিরোনাম
◈ উৎপাদন বন্ধ ঘোড়াশাল-পলাশ সার কারখানায়, গঠন তদন্ত কমিটি ◈ ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে গুলিবর্ষণ, নিহত ১ আহত ২ ◈ নারী বিশ্বকাপে চ‌্যম্পিয়ন দল পা‌বে  ৪৯ কো‌টি টাকা, বাংলা‌দেশ পাবে ৬ কো‌টি ৩৯ লাখ ৬০ হাজার টাকা ◈ কেন উইলিয়ামসন আর আন্তর্জাতিক টি-টো‌য়েন্টি খেল‌বেন না ◈ পাকিস্তানের আকাশে এক রহস্যময় দৃশ্য! গোপনে ভয়ংকর কোনো অস্ত্রের পরীক্ষা নাকি প্রাকৃতিক ঘটনা? (ভিডিও) ◈ পরিবেশ ও নদী রক্ষা করে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ বাংলাদেশে চীনের সহায়তায় ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করছে বিমানবাহিনী, ডিসেম্বরেই শেষ হবে নির্মাণকাজ ◈ ১৯ বছর পর ময়নুলকে দেশে ফিরিয়ে আনলো সেনাবাহিনী ◈ দেশেই ড্রোন ও অস্ত্র উৎপাদন: প্রতিষ্ঠা হচ্ছে বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন ◈ মিশরে বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর চালু, কী আছে সেখানে

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১, ০৩:৫২ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২১, ০৩:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থার উন্নতি দেখতে চাই: মিলার

মিনহাজুল আবেদীন: [২] সোমবার যমুনা টিভির এক প্রতিবেদনে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার এক সাক্ষাতকারের বলেন, ৫০ বছরের বাংলাদেশকে গণতান্ত্রিক চর্চা, জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য খাতের উন্নয়নে গুরুত্ব দিতে হবে। তবে যে কোনো কাজেই সক্রিয়ভাবে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র।

[৩] তিনি বলেন, মানবাধিকার ইস্যুকে গুরুত্ব দিয়ে সামনের বছরগুলোতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কাজ করবে। এছাড়া অর্থনৈতিক উন্নয়নে সব ধরনের সহায়তা দেয়া হবে।

[৪] আর্ল আর মিলার বলেন, করোনায় সারা পৃথিবীর অর্থনীতি যেখানে থেমে রয়েছে, সেখানে বাংলাদেশের অর্থনীতিতে বিরাট পরিবর্তন দেখা গেছে, যা বিস্ময়কর। তবে করোনা আমাদের অনেক কিছু নতুন করে শিখিয়েছে।

[৫] মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমি বাংলাদেশর ৮টি বিভাগ ঘুরে দেখেছি এবং তা উপভোগ করেছি। যেখানেই গেছি, সেখানকার মানুষের মধ্যে দেখেছি প্রতিশ্রুতি, সুযোগ এবং আশা। যা অবিশ্বাস্যভাবে উজ্জ¦ল এক সমৃদ্ধ এনে দিচ্ছে বাংলাদেশকে।

[৬] রাষ্ট্রদূত বলেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি, আপনি যখনই বাংলাদেশি তরুণদের সঙ্গে সময় কাটাবেন, অবশ্যই তাদের মধ্যে বাংলাদেশের ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখতে পাবেন।

[৭] তিনি বলেন, আমরা কোভিড মহামারি নিয়ে কীভাবে কাজ করবো সেই বিষয়গুলো গুরুত্ব দেয়া হচ্ছে। ইউএসআইডি এর মাধ্যমে বিগত ৫০ বছর ধরে সিডিসি বাংলাদেশের সঙ্গে জনস্বাস্থ্য নিয়ে কাজ করছে। তবে জলবায়ু পরিবর্তন বিষয়ক কার্যক্রম নিয়ে নতুনভাবে যুক্তরাষ্ট্র প্রশাসন গুরুত্ব দিচ্ছে।

[৮] তিনি আরও বলেন, রাষ্ট্রপতি জো বাইডেন বাংলাদেশে আসলে আমি খুবই খুশি হবো। বাংলাদেশসহ দক্ষিণ এশীয় অঞ্চলগুলো সফর করবেন। যেমনটি ২০০০ সালে বিল ক্লিনটন বাংলাদেশে সফর করেছিলেন। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কাজের পরিধি আরও বাড়বে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়