সালেহ্ বিপ্লব: [২]দেশটির চিফ সিকিউরিটি মিনিস্টার মাহফুদ মোহাম্মদ সাংবাদিকদের জানান, সুলেওয়েসি দ্বীপের মাকাসার সিটির একটি গীর্জায় এ হামলা ঘটে। ইয়ন
[৩] আহতদের মধ্যে রয়েছেন গীর্জার কর্মকর্তা-কর্মচারী, প্রার্থনায় সমবেত মানুষ এবং নিরাপত্তা রক্ষী। তারা ভবনের ভেঙে যাওয়া বিভিন্ন অংশের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন। বিবিসি
[৪] পুরোহিত উইলহেমাস তুলাক জানান, তখন মাত্র প্রার্থনা শেষ হয়েছে। সবাই ধীরে ধীরে বাড়ির পথ ধরছিলেন। এমন সময় হামলাকারী দুজনে দ্রুতগতিতে মটর সাইকেল নিয়ে গীর্জা প্রাঙ্গণে প্রবেশ করে। একজন রক্ষী জানান, তিনি বোমাবাজদের বাধা দেয়ার চেষ্টা করে ব্যর্থ হন। এর পর পরই বিস্ফোরণ ঘটে। ডয়চে ভেলে
[৫] প্রত্যক্ষদর্শী একজন বলেন, আমি রাস্তার ধারে বেশ কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। একজন বৃদ্ধাকে আমি সাহায্য করি, তার নাতিও আহত হয়েছে। ঘটনাস্থলে মানুষের শরীরের ছিন্ন ভিন্ন অংশ পড়ে থাকতে দেখেছেন বলে জানান তিনি। দুই আত্মঘাতীর শরীরের এসব অংশ সংগ্রহ করে ফরেনসিক বিভাগ তাদের পরিচয় জানার চেষ্টা করছে।
[৬] উর্দুপয়েন্ট জানায়, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, সন্ত্রাসবাদ মানবতাবিরোধী অপরাধ। সন্ত্রাস ও মৌলবাদ আমাদের ধর্মের পরিপন্থী। এই দুই অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে সামিল হতে আমি সকলকে আহ্বান জানাই।