শিরোনাম
◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন ◈ মানুষকে কামড়ালে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে কুকুরের! ◈ ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতা অবৈধ: ছয় বছর পর জিএস হতে পারেন রাশেদ খান! ◈ স্বচ্ছতা আনতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে, আগামী সপ্তাহেই গেজেট: পরিকল্পনা উপদেষ্টা ◈ মুসলিম দেশগুলো কি ন্যাটোর আদলে যৌথ বাহিনী গঠন করছে? ◈ ম‌্যাচ হারায় বেনফিকার কোচ বরখাস্ত, নতুন দা‌য়িত্ব নি‌তে যা‌চ্ছেন হো‌সে মরিনহো  ◈ টাঙ্গাইলে বেকারির দোকানে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা ◈ ভার‌তের অ‌ধিনায়ক সূর্যকুমারকে ‘শূকর’ ডেকে বিতর্কের মুখে পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মোহম্মদ ইউসুফ ◈ তপশিলের আগেই ৭০% প্রার্থী ঘোষণার প্রস্তুতি বিএনপির, যাদের সুযোগ দেওয়ার পরিকল্পনা ◈ ইটস ভেরি অর্গানাইজড পার্টি, এবার জামায়াতকে নিয়ে যে মন্তব্য করলেন রুমিন ফারহানা!(ভিডিও)

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১, ১২:৩৫ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২১, ১২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাউজানে পালিত হয়নি  হেফাজতে ইসলামের ডাকা হরতাল

শাহাদাত হোসেন: চট্টগ্রামের রাউজানে পালিত হয়নি  হেফাজতে ইসলামের ডাকা হরতাল। প্রতিদিনের মত রাউজানের প্রতিটি সড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করেছে। এছাড়াও চট্টগ্রাম রাঙ্গামাটি ও চট্টগ্রাম কাপ্তাই সড়কের রাউজান অংশে স্বাভাবিক গাড়ি চলাচল করতে দেখে যায়। অফিস আদালত ব্যাংক বিমা হাটবাজার যথানিয়মে চলেছে। উপজেলা মাঠে আয়োজিত উন্নয়ন মেলায় উপচে পড়া ভীড় ছিল। উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার বাবুল নগরেরর বাসা থেকে এসে প্রতিদিনের মত অফিস করেছেন রবিবারও।

পৌরমেয়র জমির উদ্দিন পারভেজ পৌর কার্যালয়ে দাপ্তরিক কাজ করেছেন সকাল ১০ টা হতে। হেফাজতের হরতাল ছাড়াও আগেরকার দেশ ব্যাপি বিএনপি জমাত জোটের হরতালের সময় রাউজানে হরতাল পালিত হতোনা। রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর ঘোষনা ছিল রাউজানে কাউকে হরতাল করতে দেওয়া হবেনা। সে অনুযায়ী উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সকাল থেকে মুন্সিরঘাটা এলাকায় অবস্থান নেয়। রোববার সকাল সাড়ে ৮ টার দিকে সরেজমিন ঘুরে দেখা গেছে সড়কে যানবাহন চলছে। এদিকে উপজেলা সদর ফকির হাট, জলিলনগর, মুন্সিরঘাটা,গহিরা চৌমহুনী, পথেরহাট,জিয়াবাজার,পাহাড়তলি, আমিরহাট সহ বিভিন্ন বাজারের দোকানপাটে স্ববাভাবিক কেনা বেচা চলছে।

মুন্সিরঘাটাসহবিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় দেখা গেছে। রোববার বিকেলে হেফাজতে ইসলামের ডাকা  হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল  করেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ। সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা আ.লীগের  সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর মেয়র জমির উদ্দীন পারভেজ, ইরফান আহম্মদ চৌধুরী, জানে আলম জনি, মুছা আলম খাঁন চৌধুরী, আব্দুল লতিফসহ অনেকেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়