শিরোনাম
◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৬:২৩ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০৬:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কড়াকড়ি স্বাস্থ্যবিধি মেনে ১ এপ্রিল বসবে জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন, এবারও সাংবাদিকদের কার্ড ইস্যু হচ্ছে না

মনিরুল ইসলাম: [২] একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন আগামী ১ এপ্রিল বেলা ১১টায় শুরু হবে। গত ১৫ মার্চ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। এই অধিবেশনটি হবে সংক্ষিপ্ত । সর্বোচ্চ ৮ এপ্রিল পর্যন্ত চলবে দ্বাদশ অধিবেশন বলে জানা জানা গেছে।

[৩] করোনা শনাক্তের হার বেড়ে যাওয়ায় মহামারীর এই বিশেষ পরিস্থিতিতে দ্বাদশ অধিবেশনে সংসদ সদস্যদের মধ্যে যাদের কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট রয়েছে শুধু তারাই অংশ নিতে পারবেন বলে জানান জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী।

[৪] তিনি বলেন, স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলা হবে।

[৫] এদিকে, এবারও জাতীয় সংসদের কার্যক্রম কাভার করার জন্য জাতীয় সংসদ সচিবালয় সাংবাদিকদের কার্ড ইস্যু করছে না বলে জানিয়েছে সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা। গণসংযোগ শাখা থেকে বাংলাদেশ টেলিভিশন/সংসদ বাংলাদেশ টেলিভিশন/বাংলাদেশ বেতার থেকে ফিড নিয়ে জাতীয় সংসদের কার্যক্রম কাভার করার অনুরোধ জানানো হয়েছে।

[৬ ] সংসদ সচিবালয়ের আইন শাখার সূত্র জানায়, সংসদের একটি অধিবেশন সমাপ্ত হওয়ার পর ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। গত ২ ফেব্রুয়ারি সংসদের একাদশ অধিবেশ শেষ হয়। ১২ কার্যদিবস চলে ওই অধিবেশন । গত ১৮ জানুয়ারি শুরু হয় শীতকালীন অধিবেশন।

[৭] সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, করোনার পরিস্থিতির কারণে গত ৬টি অধিবেশনের মতো এবারও অধিবেশন পরিচালনায় স্বাস্থ্যবিধি কড়াকড়ি মানা হবে । টিকা নেওয়ার পরও মন্ত্রী-এমপিদের সকলের জন্য করোনা টেষ্ট বাধ্যতামূলক থাকবে।

[৮] এদিকে, সম্প্রতি টিকা গ্রহণকারী সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস সামাদ চৌধুরীর করোনায় মৃত্যু হয়েছে। অধিবেশনের প্রথম দিনে তার মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব আনা হবে।শোক প্রস্তাব গ্রহণ করে অধিবেশন মূলতবি করা হবে। অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের সম্ভাবনা রয়েছে বলে সূত্র জানায় ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়