আব্দুল্লাহ যুবায়ের: [২] প্রতিবাদে রাজপথে শত শত মানুষ, আটক ১৮ জন। শনিবার গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানায়, বিক্ষোভকারীরা বিভিন্ন শহরে বিক্ষোভ করে এবং রাস্তা বন্ধ করে দেয়। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শান্তিপূর্ণ ভূমিকা পালন করেছি আমরা। দ্য গার্ডিয়ান
[৩] বরিস জনসন বলেন, আদালত যথাযথ রায় দিয়েছেন। এর বিরুদ্ধে বিক্ষোভ করা অপমানের বিষয়।
[৪] প্রতিবাদকারীরা বলছে, সম্প্রতি আদালত যে রায় দিয়েছেন, তাতে জনসাধারণের স্বাধীনতা হরণ করা হয়েছে। পুলিশকে এত ক্ষমতা দেওয়া কোনভাবেই উচিৎ হয়নি। আমাদের দাবি, অবিলম্বে এ আইন বাতিল হোক।
[৫] ম্যানচেস্টারের চিফ সুপারিন্টেন্ড অ্যান্ডি সাইডবোথাম বলেন, কিছু মানুষ অনর্থক বিক্ষোভ করেছে। যেহেতু তারা অহিংস ছিলো, এজন্য তাদেরকে বাঁধা দেওয়া হয়নি। তবে যখন রাস্তা বন্ধ করে দেওয়া হয়, তখন কয়েকজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।