শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ১১:০০ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড়ুন ভৌমিক নয়ন: বাংলাদেশ~ভারত মৈত্রী দীর্ঘজীবী হোক

বড়ুন ভৌমিক নয়ন: বিশ্বের বিশাল অনুকরণীয় গণতান্ত্রিক দেশের মান্যবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২দিনের সফর শেষে এইমাত্র উড়াল দিলেন নিজ দেশে ভারতে। আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ চলমানে এবার আমন্ত্রিত অতিথি হয়ে, আমাদের দেশে এসে উনি অব্যাহত প্রোগ্রামের মধ্যে ২টি মন্দিরে পুজো দিয়েছেন।

এর আগেও ঢাকা সফরে এসে তিনি দুটি মন্দিরে পুজো দিয়েছিলেন।
কিন্তু অনেকের ভাবখানা এমন যে নরেন্দ্র মোদি এবারই ভোটের অংকে পুজো দিয়েছেন। উনি তো হিন্দু, পুজো দিবেন এই তো স্বাভাবিক। এও মনে রাখা দরকার, আজ থেকে ভারতে শুধু পশ্চিম বাংলায় নয় ভারতের আরও ৪ রাজ্যের বিধানসভার নির্বাচন শুরু হয়েছে। সেখানে হিন্দু ধর্মালম্বীদের একটি গ্রুপ " মতুয়া " গ্রুপ রয়েছে।যা মুলত পশ্চিম বাংলায় বসবাস।তাদের বিবেচনায় ওখানে পছন্দের দল ও প্রার্থীদের ভোট দিবেন। তাঁরাও এই মাতৃভূমি থেকে চলে গেছে। তা থাকতেই পারে। গোপালগঞ্জের ওড়াকান্দির ঠাকুর বাড়ি পরিদর্শন ও পুজোতে অংশগ্রহণ করেছেন। হতেই পারে। কেন নয়?এবারই পশ্চিম বাংলায় প্রথম বিধানসভার নির্বাচন নাকি? যে, অনেকে ভোটের হিসাব মিলিয়ে দিলেন।

বাইরের ঐ ৪ রাজ্যে মতুয়া সম্প্রদায়ের বিশ্বাসী কালেভদ্রে পাওয়া যেতে পারে আবার না পারে।যে বিশ্বাস যেই নিয়ে থাকুক কিন্তু তাঁরাও তো হিন্দুধর্মের অনুসারী। পৃথিবীর যে যেখানেই থাকুক হিন্দু মাত্রই পুজোর কথা আসবে এবং দিবেই।
কিন্তু সাতক্ষীরার শ্যামনগরের শ্রীপীঠ যশোরেশ্বরী শ্রীকালী মায়ের মন্দির ওখানে সনাতন ধর্মাবলম্বী বলতে কিন্তু সকলের জন্য প্রার্থনা স্থল।সেখানেও উনি ডাক ডোল শংখ ও উলুধ্বনির মধ্যে শ্রীচন্ডী মন্ত্র উচ্চারণে পুরোহিতের সাথে পুজোর মন্ত্র উচ্চারণে পুজো দিয়েছেন। আবারও বলি উনি হিন্দু। পুজো প্রদান উনার প্রার্থনার জায়গা।
আমার জানামতে, এটাও তো ঠিক মোদিজী বিশ্বের যে দেশেই গিয়েছেন সেই দেশে মন্দির থাকা সাপেক্ষে সেখানে পুজো দিয়েছেন।
🙏জয় মা। শক্তিপ্রদায়িনী জগতজ্যোতি মায়ের জয় হোক।
বাংলাদেশ~ভারত মৈত্রী দীর্ঘজীবী হোক।
আমাদের রক্তে কেনা স্বাধীনতা কোন অপশক্তি যেন আঘাত করতে না পারে।প্রতিরোধ সেখানে চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়