শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০৭:০৯ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০৭:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের তেল বহির্ভুত বার্ষিক বাণিজ্য দাঁড়িয়েছে ৭৩ বিলিয়ন ডলার

রাশিদ রিয়াজ : গত ফার্সি বছরে ইরানের তেল বহির্ভুত বাণিজ্য ৭৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির কাস্টমস প্রশাসন। ইরানের কাস্টমস কর্মকর্তা মির-আশরাফি জানান তেল বহির্ভুত বাণিজ্যে পণ্যের পরিমান ছিল ১৪৬.৪ মিলিয়ন টন।

একই সময়ে ইরানের তেল রফতানি হয়েছে ১১২ মিলিয়ন টন যার আর্থিক মূল্য সাড়ে ৩৪ বিলিয়ন ডলার। একই সঙ্গে ইরান ৩৪.৪ মিলিয়ন টন পণ্য আমদানি করেছে যার আর্থিক মূল্য সাড়ে ৩৮ বিলিয়ন ডলার। ইরান তেল বহির্ভুত পণ্য রফতানি করেছে সবচেয়ে বেশি চীনে। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে ইরাক। তৃতীয় স্থানের রয়েছে আরব আমিরাত। রফতানির আর্থিক মূল্য হচ্ছে চীনে ৮.৯ বিলিয়ন, ইরাক ৭.৩ ও আমিরাতে ৪.৬ বিলিয়ন ডলার। এছাড়া তুরস্ক হচ্ছে ইরানের চতুর্থ পণ্য আমদানিকারক দেশ।

তুরস্কে ইরান পণ্য রফতানি করেছে আড়াই বিলিয়ন ডলার। পঞ্চম দেশ হিসেবে আফগানিস্তানে ইরান ২.২ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করেছে। গ্যাসোলিন, প্রাকৃতিক গ্যাস, পলিইথিলিন, প্রোপেন, পেস্তা হচ্ছে ইরানের প্রধান রফতানি দ্রব্য।

এর বিপরীতে ইরানে চীন রফতানি করেছে ৯.৭ বিলিয়ন ডলারের পণ্য। আমিরাত রফতানি করেছে ৯.৬ বিলিয়ন, তুরস্ক ৪.৩ বিলিয়ন, ভারত ২.১ ও জার্মানি ১.৮ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করেছে ইরানে। এসব দেশ থেকে ইরান শস্য, সেলফোন, চাল, ভোজ্য তেল, তেলবীজ, গম আমদানি করেছে। তেহরান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়