শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০৬:০৩ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০৬:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বের কাছে উন্নতির উদাহরণ বাংলাদেশের সেই উন্নয়নের সহযাত্রী ভারত, গোপালগঞ্জে নরেন্দ্র মোদী

আসাদুজ্জামান বাবুল: [২] জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার বেলা পৌঁনে ১২টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌছে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাথে ছিলেন।

[৩] নরেন্দ্র মোদী টুঙ্গিপাড়ায় পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা।

[৪] এরপর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এরপর বঙ্গবন্ধুর সমাধি সৌধ ঘুরে দেখেন।

[৫] বঙ্গবন্ধুর সমাধি সৌধ পরিদর্শনের পাশাপাশি সেখানে একটি বকুল গাছের চারা রোপণ করে ও শেখ হাসিনার সঙ্গে একান্ত কথা বলেন। এরপর তিনি গোপালগঞ্জের কাশিয়ানির ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের মন্দির পরিদর্শন করেন এবং মতুয়াদের সঙ্গেঁ পুজা করেন। এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেদন্দ্র মোদী মতুয়াদের সঙ্গেঁ এক মতবিনিময় সভায় অংশ নেন এবং ভারতের নির্বাচন ও মতুয়া সম্পদয়ের ভোট আদান প্রদানের বিষয়ে নানান কথাও বলেন মোদী। এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় মতুয়া সস্ম,দয় নেতৃবৃন্দ।

[৬] সেখানে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন: বাংলাদেশ বিশ্বের সামনে উন্নতির উদাহরণ, আর সেই উন্নয়নের সহযাত্রী ভারত। শনিবার গোপালগঞ্জের ওড়াকান্দিতে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য দেন ভারতীয় প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন: ঠাকুরনগর থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত একই রকম আস্থা, ভরসা ও অনুভব রয়েছে।

[৭] আপনাদের জাতীয় অনুষ্ঠানে আপনাদের জন্য ভারতের ১৩০ কোটি জনগণের পক্ষ থেকে ভালোবাসা নিয়ে এসেছি। আপনাদের সবাইকে জাতীয় দিবসের অভিনন্দন। তিনি আরও বলেন: এখানে আসার আগে আমি বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সমাধিতে গিয়েছিলাম। শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ও তার উপর বাংলাদেশিদের বিশ্বাস একটি উদাহরণস্বরুপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়