শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ১১:০৬ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাত দিয়ে গোল করা অনুশীলন করতেন ম্যারাডোনা, বললেন তারই সতীর্থ ভালদানো

স্পোর্টস ডেস্ক : [২] ‘হ্যান্ড অফ গড’ গোলটির জন্য জীবনভর তাকে বিতর্ক পোহাতে হয়েছে। ফুটবল ইতিহাসে এটি যতই বিতর্কিত ঘটনা হোক, সময়ের সঙ্গে সঙ্গে এই ঘটনাটি এক অন্য রূপকথার গল্পও হয়ে উঠেছে। এবার সেই গল্পেই চাঞ্চল্যকর তথ্য যোগ করলেন দিয়েগো ম্যারাডোনার প্রাক্তন সতীর্থ জর্জে ভালদানো। যিনি ১৯৮৫-র বিশ্বকাপ দলে ছিলেন। তাঁর দাবি, ম্যারাডোনা নাকি এ ভাবেই হাত দিয়ে বল জালে জড়ানো রীতিমতো অনুশীরন করতেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে যে ঘটনাটি ঘটেছিল, সেটা একেবারেই আকস্মিক ছিল না।

[৩] সম্প্রতি ভালদানোর একটি বই জার্মানিতে প্রকাশিত হয়েছে। সেই বইয়ে ভালদানো লিখেছেন, ম্যারাডোনা অনুশীলনেও একই রকম ভাবে গোল করতেন। সে বার বিশ্বকাপে ওটা প্রথম ছিল না। বহুবার অনুশীলনের সময়ে এমন ঘটনা ঘটেছে। প্র্যাকটিসের সময়ে আমি যখন কর্নার নিতাম, তখন ও কোনও না কোনও ভাবে ভাসানো বলের কাছে পৌঁছে প্রতি বারই সেটা জালে জড়িয়ে দিত। অনেকেই হাসতে হাসতে জিজ্ঞেস করতো, এটা কী করে ঘটল? তখন বাকিরা বলত, দেখোনি, ও তো হাত দিয়ে গোল করেছে।

[৪] ইংল্যান্ডের বিরুদ্ধে গোলের পর নাকি সেলিব্রেশনের সময়ে আর্জেন্টিনার প্লেয়াররা বুঝতে পেরেছিলেন, অন্য রকম কিছু একটা ঘটেছে। গোলটি স্বাভাবিক নয়। ভালাদোনা সে কথারও উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে ওই গোলটা করার পর আমি একেবারেই অবাক হইনি। কারণ গোলের পর সেলিব্রেশনের সময়ে কিছুটা সন্দেহ আমার হয়েছিল। আমরা যখন ওকে জড়িয়ে ধরেছিলাম, তখনই ও একটা ইঙ্গিতও দিয়েছিল। ‘দ্রুত কিক-অফ শুরু করো’ ও নির্দেশ দিয়েছিল। আমিও ছুটে গিয়ে নির্দেশ পালন করি।

[৫] ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি হাত দিয়ে করেছিলেন মারাদোনা। সেই গোলটির জন্য তাকে গোটা জীবন বিতর্ক বয়ে বেড়াতে হয়েছে। এমন কী মৃত্যুর পরও সেই বিতর্ক তার পিছন ছাড়েনি। ম্যাচটি ইংল্যান্ড ১-২ হেরে গিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল। কোয়ার্টার ফাইনাল ম্যাচে এই ঘটনাটি ঘটে। আর ম্যারাডোনার ওই গোলটির জন্য ’৮৬ বিশ্বকাপ দলের ব্রিটিশ গোলকিপার পিটার শিল্টন তাকে কোনও দিনই ক্ষমা করেননি। ম্যারাডোনাও অবশ্য এর জন্য কখনও কারও কাছে ক্ষমা চাননি। - ইন্ডিয়ান এক্সপ্রেস/ হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়