শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ১১:১৩ রাত
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ১১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রাহকদের বোকা বানিয়ে অবৈধ পন্থায় রেজিস্টার্ড মোবাইল সিম বিক্রেতা ১ ব্যক্তি গ্রেপ্তার

রাজু চৌধুরী: দুষ্কৃতিকারীদের কাছে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ পন্থায় সংগ্রহ করা বিপুল পরিমাণ রেজিস্টার্ড মোবাইল সিম উদ্ধার করে এক ব্যক্তিকে আটক করেছে চট্টগ্রাম মহানগর ডিবি (বন্দর) বিভাগ।

শুক্রবার ( ২৬ মার্চ)  গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ০৪:৪০ টায় নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে রবি ও  এয়ারটেল মোবাইল ফোন অপারেটর কোম্পানির ৭০০ রেজিস্টার্ড  সিম উদ্ধার করে শাহজাহান(৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিএমপি'র মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের একটি চৌকস  টিম।

এডিসি ডিবি (বন্দর) আবু বকর সিদ্দিক জানান, দুষ্কৃতিকারীদের কাছে মোবাইল সিম বিক্রেতা গ্রেপ্তারকৃত শাহজাহানকে জিজ্ঞাসাবাদে জানিয়েছে, একসময় তিনি বন্ধ হয়ে যাওয়া সিটিসেল কোম্পানিতে চাকরি করতেন। তার পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে উত্তরবঙ্গের কয়েকটি জেলা থেকে প্রযুক্তির অপব্যবহার করে বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের  সিম  অভিনব কৌশলে  রেজিস্টার্ড ও একটিভ করে গ্রাহকদেরকে না দিয়ে উচ্চমূল্যে কালোবাজারি, প্রতারক ও অপরাধীদের কাছে দীর্ঘদিন ধরে  বিক্রি করে আসছেন।

অভিযানে উদ্ধারকৃত রবি ও এয়ারটেলের সিম গুলো বগুড়া জেলা থেকে সংগ্রহ করা হয়। গ্রাহকদেরকে বোকা বানিয়ে নিবন্ধনকরা সিম গুলো একটিভ করে  বগুড়া থেকে কক্সবাজারস্হ রোহিঙ্গা ক্যাম্পে বিক্রি করার উদ্দেশ্যে কুরিয়ারের মাধ্যমে আনা হয়েছে বলে তথ্য দেয়। আইন প্রয়োগকারী সংস্থাকে ফাঁকি দেয়ার উদ্দেশ্যে বিকাশ প্রতারণা, কালোবাজারি ও  অন্যান্য অপরাধ কাজে অপরাধীরা এসব বেনামী রেজিস্টার কৃত অ্যাক্টিভ সিম গুলো ব্যবহার করে থাকে।

সম্পূর্ণ নতুন  ও অক্ষত কিন্তু রেজিস্টার্ড কৃত ও সক্রিয়  সিমের এসব  কাজের পেছনে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কেউ  জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারকৃত  সিম গুলোর সংগ্রহ প্রক্রিয়া, উৎস ও ক্রেতা-বিক্রেতার পরিচয় উদঘাটন সহ পুরো সিন্ডিকেটের রহস্য উন্মোচনে গোয়েন্দা (বন্দর) বিভাগের অভিযান অব্যাহত আছে এবং এ সংক্রান্তে সিএমপি'র কোতোয়ালী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন বলেও জানান এডিসি(ডিবি) বন্দর, আবু বকর সিদ্দিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়