সুমাইয়া ঐশী: [৩] শুক্রবার টুইটারে এক বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। একই সঙ্গে সীমান্ত থেকেও সেনা সদস্যদের সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানান তিনি। রয়টার্স
[৪] এর আগে বৃহস্পতিবার টিগ্রে অঞ্চলে ইরিত্রিয়া সেনাবাহিনীর অভিযান প্রথমবারের মতো স্বীকার করে নেয় ইথিওপিয়া। যদিও সেখানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সরাসরি স্বীকার করা হয়নি। এরপরই ইরিত্রিয়ার রাজধানী আসমারাতে সফরে যান আবি আহমেদ। ইরিত্রিয়ার প্রেসিডেন্ট ইসিয়াস আফওয়ারকির সঙ্গে আলোচনা শেষে এই বিবৃতি দেন তিনি। আল জাজিরা
[৫] নভেম্বরে ইথিওপিয়ার সরকার এবং টিগ্রের আঞ্চলিক রাজনৈতিক দল টিপিএলএফের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর সরকার বিজয় ঘোষণা করলেও কয়েকটি অঞ্চলে লড়াই এখনও চলছে।
[৬] টিগ্রেতে কয়েক হাজার মানুষকে বাস্তুচ্যুত করার অভিযোগ আছে ইরিত্রিয়া সেনাদের বিরুদ্ধে। সেই সঙ্গে গণধর্ষণ ও হত্যার ঘটনাও ঘটেছে অহরহ। বৃহস্পতিবার জাতিসংঘ জানায়, মেকলের মাত্র পাঁচটি হাসপাতালে অন্তত ৫১৬ টি ধর্ষণের শিকার নারী চিকিৎসা নিয়েছেন। প্রকৃত সংখ্যা এর চেয়েও অনেক বেশি। অনেককে পরিবারের সামনেই ধর্ষণ করা হচ্ছে। বহু পুরুষকে তার পরিবারের সদস্যকে ধর্ষণের জন্য বাধ্যও করা হচ্ছে। রয়টার্স সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল