শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ০৪:৪১ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ০৪:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি-টোয়েন্টিতে জয়ের ব্যাপারে আশাবাদী তামিম

রাহুল রাজ: [২] ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হতে হলেও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জয়ের ব্যাপারে আশাবাদী তামিম। যদিও তিন ফরম্যাট মিলিয়ে এখনো নিউজিল্যান্ডের মাটিতে কোনো জয়ের কীর্তি নেই বাংলাদেশ দলের।

[৩] স্থায়ী ওয়ানডে অধিনায়ক হিসেবে নিউজিল্যান্ড সফরই ছিল তামিমের প্রথম বিদেশ সফর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয় দিয়ে অধিনায়কত্বের সূচনা হলেও নিউজিল্যান্ড সফরে দেখা হয়েছে মুদ্রার অপর পিঠ।

[৪] তবে টি-টোয়েন্টি সিরিজে কিউইদের বড় কয়েকজন তারকা থাকছেন না, যারা বাংলাদেশ সিরিজ থেকে সরে দাঁড়িয়ে মনোযোগ দিচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। তারা না থাকায় বাংলাদেশের ভালো করার ব্যাপারে আশাবাদী তামিম।

[৫] তামিম বলেন, এটা একটা ভিন্ন ফরম্যাট। নিউজল্যান্ডের অনেক নিয়মিত খেলোয়াড়ই সম্ভবত টি-টোয়েন্টি সিরিজে খেলছে না। যেমনটা আমি বলেছি, আমাদের দারুণ কিছু প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। তবে তাদেরকে এগিয়ে আসতে হবে এবং পারফর্ম করতে হবে।

[৬] এ বছরই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ প্রস্তুতির ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। দীর্ঘ এক বছর বাংলাদেশ টি-টোয়েন্টি খেলেনি। ব্যক্তিগত কারণে অবশ্য ওয়ানডে সিরিজ শেষেই দেশে ফিরছেন তামিম। তাই তার খেলা হবে না টি-টোয়েন্টি সিরিজে।

[৭] তবে তিন ম্যাচের এই সিরিজে দলের সাফল্যের ব্যাপারে ‘নিশ্চিত’ তামিম। তিনি বলেন, আমি নিশ্চিত দল ভালো করবে। আর সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপও আছে। এই তিন ম্যাচও সমান গুরুত্বপূর্ণ যেমনটা ওয়ানডে সিরিজ ছিল।

[৮] ২৮ মার্চ প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়