আসিফুজ্জামান পৃথিল: [২] বৃহস্পতিবার ভ্যাকসিন বিষয়ে ইউরোপীয় দেশগুলোর সম্মেলন শেষে উরসুলা ভন ডার লিয়েন বলেন, ‘সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে হওয়া চুক্তিকে অবশ্যই সম্মান করতে হবে কোম্পানিটির।’ সম্প্রতি ব্রিটিশ কোম্পানিটি জানিয়েছে, ভ্যাকসির সরবরহের ক্ষেত্রে চাপ থাকায় অনেক দেশকে সময়মতো ডোজ দিতে পারবে না তারা। বিবিসি
[৩] অ্যাস্ট্রাজেনেকাসহ বেশ কিছু কোম্পানি প্রতিশ্রুতি মোতাবেক ভ্যাকসিন না দেওয়ায় ইউরোপে মন্থর হয়ে গেছে ভ্যাকসিন প্রদানের গতি। লিয়েন বলছেন, ইউরোপে উৎপাদন করে, তাদের চাহিদা না মিটিয়ে বাইরে কোথাও ভ্যাকসিন রপ্তানি করতে পারবে না অ্যাস্ট্রাজেনেকা। ফ্রান্স ২৪
[৪] রপ্তানিতে বাঁধা দেওয়ায় যুক্তরাজ্য আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমালোচনার মুখে পড়েছে ইইউ। ভ্যাকসিন জাতীয়তাবাদের কারণে নানামুখী নিন্দা ও চাপও সামলাতে হচ্ছে তাদের। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অভিযোগ, অ্যাস্ট্রাজেনেকা ব্রিটিশ পণ্য হওয়ার কারণেই এই বৈষম্য করা হচ্ছে।