শিরোনাম
◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ০১:০২ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ০১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাটুরিয়ায় দীর্ঘ যানজট

ডেস্ক নিউজ: মহান স্বাধীনতা দিবস, সরকারি ছুটি ও সামনে শবেবরাত থাকায় কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে শুক্রবার (২৬ মার্চ) সকাল থেকে বাড়তি যানবাহনের চাপ রয়েছে। এতে ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। ফলে ভোগান্তিতে পড়েছেন পারের অপেক্ষায় থাকা শত শত যাত্রী ও শ্রমিকরা।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের এজিএম মো. জিল্লুর রহমান জানান, ছুটি থাকায় এ চাপ রয়েছে। একসঙ্গে ঘাটে যানবাহন আসায় এই যানজটের সৃষ্টি হয়েছে। তবে জরুরি যানবাহনকে অগ্রাধিকার দিয়ে পার করা হচ্ছে বলেও জানান তিনি।

ঘাট কর্তৃপক্ষ জানায়, সকাল থেকেই শুক্রবার ও মহান স্বাধীনতা দিবসের ছুটিসহ অনেকে বাড়তি ছুটি নিয়ে ঘরে ফেরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চাপ পড়তে শুরু করে। বেলা সাড়ে ১১টায় ঘাট এলাকায় সহস্রাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।

এ ছাড়া বাড়তি চাপ সামাল দিতে কর্তৃপক্ষ ঘাট থেকে সাত কিলোমিটার দূরে উথুলী সংযোগ মোড়ে মালবাহী যানবাহনকে সারি করে রাখছেন। প্রাইভেটকার, পরিবহন ও জরুরি যানবাহনকে অগ্রাধিকার দেযা হচ্ছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় ১৪টি ফেরি চলাচল করছে। সূত্র: সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়