শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ১০:৩৫ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ডেডিকেটেড মুগদা জেনারেল হাসপাতালে রোগী ভর্তি ২৬৬: পরিচালক

শাহীন খন্দকার: [২] হাসপাতালটির পরিচালক ডা: অশিন কুমার নাথ আরও জানালেন,বর্তমানে পাঁচশ শয্যার এই হাসপাতালকে ৩২৪ শয্যা করা হয়েছে করোনা রোগীদের বাড়তি স্থান সংকুলানের জন্যে। তিনি বলেন, করোনা রোগী ছাড়া অন্য কোন রোগী ভর্তি নেওয়া হচ্ছে না।

[৩] ডা: অশিন কুমার নাথ বলেন পূর্বে শতকরা ২০জন রোগীর অক্সিজেন প্রয়োজন হতো, আর এখন ৯৫ জনেরই অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। পরিচালক বলেন, মার্চ মাসের শুরুতে ৬০ জন রোগী ভর্তি থাকলেও আজ শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ২৬৬ জন করোনা রোগী ভর্তি আছে।

[৪] তিনি আরও বলেন, ইতিপূর্বে এই হাসপাতালে আইসিইউ’তে বেড ছিলো ১৪টি। বর্তমানে ১৯টি করা হলেও আইসিইউতে সিট পেতে বেগ পেতে হচ্ছে রোগীদের। আমাদের আইসিইউতে সব সময় পরিপূর্ণ রোগী থাকে।

[৫] ডা. অশিন কুমার নাথ বলেন, যেভাবে করোনা রোগী আসছে আজকের মধ্যেই হাসপাতাল পরিপূর্ণ হয়ে যাবে। তাদের চিকিৎসা দেওয়ার জায়গা খুঁজে পাওয়া যাবে না। তাই আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করুন। করোনা প্রতিরোধ করার চেষ্টা করুন। শয্যা না থাকলে কোন অবস্থাতেই করোনা রোগী ভর্তি নেওয়া যাবেনা।

[৬] তিনি জানান, সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের মাধ্যমে রোগীদের অক্সিজেন দেওয়া হয়। বর্তমানে মুগদা হাসপাতালের দুই-একজন ছাড়া সব করোনা রোগীকে অক্সিজেন দেওয়া হচ্ছে।

[৭] হাসপাতালের রোগীদের সেবা দিতে গিয়ে চিকিংসক নার্স ও স্টাফদের কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছে। তবে সুরক্ষা সামগ্রী ও আপাতত চিকিৎসকের কোনো সংকট নেই। তিনি স্বাস্থ্যবিধি মেনে সকলকে সহযোগিতার করার অনুরোধ জানান। সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়