শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ০৮:৫১ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ০৮:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জন্মশতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করলেন ডিসি

আসাদুজ্জামান বাবুল:[২] গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শায়িত সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীকে স্মরণ রাখতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা ভূমি অফিসে বঙ্গবন্ধু কর্নার ও নাগরিক কর্নার উদ্বোধন করলেন জেলা প্রসাশক শাহিদা সুলতানা ।

[৩] উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ বঙ্গবন্ধু কর্নার ও নাগরিক কর্নার স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক এডিসি (শিক্ষা) ও উপ পরিচালক স্থানীয় সরকার মো: ইলিয়াচুর রহমান, মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান মো: কাবির মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জোবায়ের রহমান রাশেদ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: আসমত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

[৪] বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, এর মাধ্যমে মানুষ বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবেন।

[৫] বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ আর বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশ কল্পনা করা যায় না। তিনি আরো বলেন, উপজেলা ভূমি অফিসে এসে আগতরা বঙ্গবন্ধু কে জানতে ও বুঝতে পারবেন।

[৬] উদ্বোধনকৃত নাগরিক কর্নার এ স্থান পেয়েছে বিভিন্ন ভূমি সেবা সম্পর্কিত তথ্য ও আইন জানুন, দালাল ও হয়রানিমুক্ত থাকুন এ শ্লোগানে নাগরিক কর্নারে সেবা প্রার্থীগন ভূমি সেবা ও আইন সম্পর্কে জানার সুযোগ পাবেন এতে সেবা প্রার্থীগন দালাল ও হয়রানিমুক্ত থাকবেন।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়