শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ০৫:৫৪ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাসকিনের রুবেলের পর জ্বলে উঠলেন সৌম্য, ৪ উইকেট হারিয়ে বিপদে নিউজিল্যান্ড (লাইভ)

স্পোর্টস ডেস্ক : ডানহাতি পেসার তাসকিন আহমেদ হেনরি নিকোলসকে বিদায় করে উদ্বোধনী জুটি ভেঙে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন। এরপর রুবেলের জোড়া আঘাতে লিটনের হাতে ক্যাচ দিয়ে মার্টিন গাপটিল ও মুশফিক হাতে ক্যাচ দিয়ে ৭ রানে সাজঘরে ফিরেন টেলর।

মেহেদি হাসান মিরাজের হাতে ক্যাচে দিয়ে ইনিংস বড় করার আগে ফেরেন ল্যাথাম। নিয়মিত বোলারদের দিয়ে জুটিটা ভাঙাই যাচ্ছিল না, অধিনায়ক তামিম তাই দ্বারস্থ হয়েছিলেন সৌম্য সরকারের কাছে। তার প্রতিদান প্রথম বলেই দিলেন সৌম্য।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১২৪ রান।

এর আগে শুক্রবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় ভোর ৪টায় ওয়েলিংটনের বেসিন রিজার্ভে মুখোমুখি হয়েছে দুই দল। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ দল।

টস ভাগ্য এবারও বদলায়নি বাংলাদেশের। নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজে আবারও টস হেরেছে সফরকারীরা। ওয়েলিংটনের তৃতীয় ওয়ানডেতে অবশ্য কিউই অধিনায়ক টম ল্যাথাম টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তাই শুরুতে ফিল্ডিংয়ে বাংলাদেশ।

প্রথম দুই ওয়ানডে হেরে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। তাও ওয়েলিংটনের ম্যাচটির গুরুত্বপূর্ণ কম নয়। কেননা নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়ের খোঁজ এখনও চলছে তামিমদের। শেষ ওয়ানডেতে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন। মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায় খেলছেন পেসার ‍রুবেল হোসেন।

নিউজিল্যান্ডের একাদশেও একটি পরিবর্তন। হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ফিরেছেন অভিজ্ঞ রস টেলর। তিনি ফেরায় জায়গা হারিয়েছেন উইল ইয়াং।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, ডেভন কনওয়ে, রস টেলর, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), জিমি নিশাম, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়