শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ০৫:৪৪ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ০৫:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

আতাউর অপু : শুক্রবার সূর্যদয়ের সাথে সাথে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর শ্রদ্ধা নিবেদন করবেন মন্ত্রী পরিষদের সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, কূটনীতিকরা। সে উপলক্ষে করোনাভাইরাস মহামারীর মধ্যে সকল প্রস্তুতির পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে স্মৃতিসৌধে ওঠার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে পুরো সৌধ এলাকা ধুয়ে মুছে রংতুলির আঁচড়ে সাজিয়ে তোলা হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

সারাবিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর অর্ধ শত বছর পূর্ণ করলো বাংলাদেশ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ।

ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার জানান, সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য সমাজের সর্বস্তরের লোকজনের জন্য স্বাস্থ্যবিধি মেনে স্মৃতিসৌধে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

তিনি আরও বলেন, এবছর ভারতের প্রধানমন্ত্রী বেলা ১২টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। তাই নিরাপত্তার স্বার্থে ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে সৌধ প্রাঙ্গণে সর্ব সাধারণের প্রবেশের উপর কিছুটা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তিনি চলে যাওয়ার পর জনসাধারনের জন্য আবার বিকাল ৫টা পর্যন্ত স্মৃতিসৌধ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

হেলিপ্যাড প্রস্তুত রাখার পাশাপাশি প্রতিটি গুরুত্বপূর্ণস্থানে বসানো হয়েছে সিসি ক্যামেরা। বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে জাতীয় স্মৃতিসৌধ। এবার সকাল ৭টা থেকে ৯টা এবং দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জনগণের জন্য উন্মুক্ত থাকবে স্মৃতির মিনার।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ইতিমধ্যে বাংলাদেশ সফরে এসে সাভার জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধে অংশে নেওয়া বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ, নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং এবং শীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়