শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ০৩:০২ রাত
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নুরকে খুঁজছে পুলিশ

ডেস্ক রিপোর্ট : তার আহ্বানেই বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুর ১২ টার দিকে মতিঝিল এলাকায় বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর মতিঝিল এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নুরের গুলিবিদ্ধ হওয়ার গুজব ছড়িয়ে পড়ে।

ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সাবেক সভাপতি বিন জানান, নুর পুলিশের ছোড়া টিয়ারশেলে আহত হয়েছেন, গুলিবিদ্ধ হননি। ফেসবুকে নুরুল হক নুর নামের একটি পেজ থেকে ভিপি নুর গুলিবিদ্ধ উল্লেখ করে পোস্ট দিলে গুজবটি ছড়িয়ে পড়ে।

নুরের নেতৃত্বে মতিঝিলে বিক্ষোভে পুলিশ বাধা দিতে গেলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে নরেন্দ্র মোদির ঢাকায় আসার এক দিন আগেই এই বিক্ষোভ হয়। পরিবেশ শান্ত করতে সেখান থেকে ৩৩ জনকে আটক করে পুলিশ।

এদিকে পুলিশের ওপর হামলার নেতৃত্বে নুর ছিলেন দাবি করে পুলিশ কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, ‘তাকে (নুরকে) খোঁজা হচ্ছে। হামলা ও সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা হবে।’

নুরের আন্দোলনে হঠাৎ যোগ দেন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম ওরফে শিশুবক্তা। ঘটনার সময় তাকে আটক করে পুলিশ। পুলিশের গাড়িতে বসেই নিজের ফেসবুকে লাইভে বিষয়টি জানান রফিকুল ইসলাম। এরপর বিকেল ৫ টায় আবারও লাইভে এসে নিজের মুক্তির কথা বলেন তিনি। আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়