শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ১২:১৪ রাত
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ১২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহেশখালীতে পৌরসভা ও ৩ ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছে ২৯৩ প্রার্থী, ১১ এপ্রিল ভোটগ্রহণ

খালেদ মোশাররফ: আগামী ১১ এপ্রিল কক্সবাজারের মহেশখালীতে মহেশখালী পৌরসভা ও ৩টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ৬ষ্ঠ ধাপে পৌরসভা ও প্রথম ধাপে ইউনিয়ন পরিষদের এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখানে পৌরসভায় ৪২জন ও তিনটি ইউনিয়ন পরিষদে ২৫১ জন প্রার্থী মিলে মোট ২৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৫ মার্চ (বৃহস্পতিবার) এ সকল প্রার্থীদের মধ্য প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দ পাওয়ার মহেশখালীর এ চার নির্বাচনী এলাকায় পুরুদমে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা।

সূত্র জানিয়েছে -গত ৪ মার্চ প্রথম ধাপে মহেশখালী উপজেলার মাতারবাড়ি, হেয়ানক ও কুতুবজোম ইউনিয়ন পরিষদের নির্বচন ও ৭ মার্চ ৬ষ্ঠ ধাপে মহেশখালী পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী গত ১৮ মার্চ ছিল পৌরসভা ও তিন ইউনিয়নের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল ২৪ মার্চ ও যাচাই-বাছাই হয় ১৯ মার্চ। ২৫ (বৃহস্পতিবার) প্রতীক বরাদ্দ দেওয়া হয়। পৌরসভা ও তিন ইউনিয়নে মোট ৩৩২ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও অনেকে পরে প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

পরবর্তীতে যাচাই-বাছাইয়ে ৪ চেয়ারম্যান প্রার্থী, ৬জন কাউন্সিলার প্রার্থী ও বেশ কয়েকজন ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। পরবর্তীতে নির্বাচন কমিশনে আপীল করেন বাতিল হওয়া একাধিক প্রার্থী। গত ২৩ মার্চ কক্সবাজার জেলা প্রশাসনের কার্যালয়ে শুনানি শেষে এখান থেকে ৩ জন চেয়ারম্যান প্রার্থী, কয়েকজন মেম্বার প্রার্থী কয়েকজন কাউন্সিলার প্রার্থীর মনোনয়নপত্র ফের বৈধ ঘোষণা করা হয়।

এখানে মহেশখালী পৌরসভার রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. আমিন আল পারভেজ, মাতারবাড়ির রিটার্নিং অফিসারের দায়িত্বে আছেন মহেশখালী নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জুলকার নাইন, কুতুবজোমে মহেশখালী সমবায় কর্মকর্তা গোলাম মাসুদ কুতুবি ও হোয়ানক ইউনিয়ন পরিষদের নির্বাচনে মহেশখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনজুর মোরশেদ রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন।

এখানে পৌরসভা ও ৩ ইউনিয়নে ৪ জন আওয়ামী লীগ মনোনীত মেয়র ও চেয়ারম্যান প্রার্থী রয়েছে, জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ১ জন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান প্রার্থী রয়েছে দুই জন।

এদিকে ২৫ (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে প্রতীক বরাদ্দ শুরু হয়ে তা রাত পর্যন্ত চলে। মহেশখালী পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী। এখানে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র মকসুদ মিয়া (নৌকা), সাবেক মেয়র স্বতন্ত্র প্রার্থী সরওয়ার আজম (নারিকেল গাছ), মহেশখালীর সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন( মোবাইল ফোন), মেয়র মকসুদ মিয়ার স্ত্রী সরজিনা আকতার (পানির জগ) প্রতীক পেয়েছেন। পৌরসভায় ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৭ জন, তিনটি ব্লকে নারী কাউন্সিলার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ প্রার্থী। এখানে মোট প্রার্থী ৪২জন।

মাতারবাড়ি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত আবু হায়দার(নৌকা), স্বতন্ত্র প্রার্থী যথাক্রমে আব্দুস সাত্তার (টেবিল ফ্যান), এনামুল হক (টেলিফোন), ওসমান গণি (অটোরিকশা), ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মোঃ ইলিয়াছ (হাতপাখা), মো. কাউসার (রজনীগন্ধা), মোঃ রুহুল আমিন ( মোটর সাইকেল), মোশতাক আহমদ (ঘোড়), মোহাম্মদ উল্লাহ (আনারস) ও কুতুব উদ্দিন নেওয়াজ চশমা প্রতীক নিয়ে লড়ছেন। এখানে ইউপি মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৯ জন প্রার্থী। এখানে মোট প্রার্থী ৮৮ জন।

কুতুবজোম ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী। এখানে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে লড়ছেন এড. শেখ কামাল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন বর্তমান ইউপি চেয়ারম্যান মোররফ হোসেন খোকন (চশমা), নুরুল আমিন খোকা (আনারস), একরামুল হক (মোটর সাইকেল) ও জাহাঙ্গীর আলম (ঘোড়) ও জাতীয় পার্টির প্রার্থী শহীদুল ইসলাম মুন্না লাঙ্গল প্রতীক প্রতীক নিয়ে লড়ছেন। এখানে ইউপি মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬১ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ প্রার্থীসহ মোট ৭৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

হোয়ানক ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ জন প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হিসেবে লড়ছেন বর্তমান চেয়ারম্যান মোস্তাফা কামাল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন ওয়াজেদ আলী মুরাদ(মোটর সাইকেল), রুহুল আমিন বাবুল (সিএনজি), এনামুল করিম(আনারস), মুসলেম উদ্দিন ঘোড়া, শফিকুর রহমান(রজনীগন্ধা), আব্দুর রহিম(চশমা), মীর কাসেম (দুইটি পাতা), মাহাবুবুল আলম (টেলিফোন), মো. মহিউদ্দিন ইলাহী (টেবিল ফ্যান) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাবিব উল্লাহ -হাতপাখা প্রতীক পেয়েছেন। এখানে ইউপি মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬১ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪ জন প্রার্থী। এ ইউনিয়নে মোট প্রার্থীর সংখ্যা ৮৬ জন।

এ প্রসঙ্গে মহেশখালী নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জুলকর নাইন জানান -একটি অবাধ শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন, মহেশখালীতে মহেশখালীতেও সবোচ্চ সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করা হচ্ছে। তিনি সবাইকে আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য পরার্মশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়