শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ১১:৩৯ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ১১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শহীদদের স্মরণে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন

রাজু চৌধুরী: চট্টগ্রাম মেট্র্রোপলিটন পুলিশের উদ্যোগে দামপাড়া পুলিশ লাইন্সে বৃহস্পতিবার ২৫ মার্চ সন্ধ্যা ০৮.৫০ হতে ০৯.০০ টা পর্যন্ত ভয়াল ২৫ মার্চ কালরাত্রি ও শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। মোমবাতি প্রজ্জ্বলন শেষে ০৯.০০ টা  থেকে ০৯.০১ মিনিট পর্যন্ত মোমবাতি নিভিয়ে প্রতীকী ব্ল্যাকআউট পালন করেন।  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর।

এসময়  অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ)  সানা শামীনুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম এন্ড অপারেশন) মোঃ শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক) শ্যামল কুমার নাথ,  উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, অফিসার ইনচার্জ সহ সকল স্তরের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সময় সিএমপি কমিশনার বলেন, ১৯৭১ সালের ভয়াল ২৫ মার্চ রাতে পাকিস্তানী হানাদার বাহিনী বাঙ্গালীদের উপর আক্রমন করলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ডাকে বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্বিত সদস্যরা প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলেন। ঐ রাতে বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্যরা অস্ত্র নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং তাদের বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীনে অগ্রণী ভূমিকা পালন করেন।

বাংলাদেশ পুলিশ বাহিনীর রয়েছে মুক্তিযুদ্ধের বিরাট গৌরবোজ্জ্বল ইতিহাস। যাদের আত্মত্যাগে আজকের এই বাংলাদেশ। চট্টগ্রাম মেট্র্রোপলিটন পুলিশ সেইসব শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করে। মহান স্বাধীনতা যুদ্ধে বুকে সাহস নিয়ে বাংলাদেশ পুলিশ যেভাবে পাকিস্তানী হানাদার বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়েছিল ঠিক সেভাবে মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে বাংলাদেশ পুলিশ শান্তি-শৃঙ্খলা রক্ষা সহ দেশ উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং দেশের যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়