শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০৯:০১ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০৯:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

যশোর প্রতিনিধি: [২] নরেন্দ্রপুর ক্যাম্প পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের কর্মকর্তারা পৃথক অভিযান চালিয়ে মাদক দ্রব্য গাঁজাসহ একজনকে আটক করেছে।

[৩] এঘটনায় দুজনের নামে কোতয়ালি থানায় মামলা হয়েছে। আসামিরা হচ্ছে সদর উপজেলার নরেন্দ্রপুর মোড়লপাড়ার কুতুব উদ্দিন মোড়লের ছেলে জাহিদ হাসান (২৫) ও সদরের ডুমদিয়া ফকিরপাড়ার মৃত আবুল হোসেনে বিশ^াসের ছেলে আব্দুস সাত্তার (৭০)।

[৪] নরেন্দ্রপুর ক্যাম্পের এস আই সুপ্রভাত মন্ডল জানান, বুধবার সন্ধ্যায় তারা গোপনে খবর পান নরেন্দ্রপুর পোস্ট অফিস মোড় সংলগ্ন জনৈক আশরাফুল ইসলামের চায়ের দোকানের সামনে রুপদিয়া-ঢাকুরিয়া পাকা রাস্তার উপর এক ব্যক্তি অবৈধ মাদক দ্রব্য গাঁজা বিক্রির জন্য অবস্থ্না করছে। এই খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পুলিশি উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা জাহিদ হাসান পালানোর চেষ্টা করে। সংগীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়।

[৫] এ সময় তার দেহ তল্লাসি করে ডান হাতে থাকা গোলাপি রঙের শপিং ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো ১শ ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

[৬] মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ পরিদর্শক সৈয়দ নুর মোহম্মদ জানান, তার নেতৃত্বে একটি দল বুধবার (২৪ মার্চ) বিকেলে সদর উপজেলার ডুমদিয়া ফকিরপাড়ার বাড়িতে অভিযান চালিয়ে ঘরের তোশকের নীচ থেকে ২শ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা গুলি একটি প্লাস্টিকের ব্যাগে পলিথিনে মোড়ানো ছিলো।

[৭] মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক সৈয়দ নুর মোহম্মদ মামলায় উল্লেখ করেছেন, আব্দুস সাত্তার বাড়ি না থাকায় তাকে গ্রেফতার করা যায়নি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়