শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০৩:১৩ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০৩:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে আ'লীগ কর্মী খুনের ঘটনায় সংবাদ সম্মেলন

সোহাগ হাসানঃ [২] সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এবং সিরাজগঞ্জ জেলা আ'লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে ও ভাতিজার নেতৃত্বে এনায়েতপুরে আ'লীগ কর্মী আব্দুল জলিলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন এনায়েতপুর থানা আ'লীগের নেতারা।

[৩] বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এনায়েতপুর থানা আ'লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন থানা আ'লীগের সাধারন সম্পাদক
আজগর আলী বিএসসি। এ সময় চৌহালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

[৪] সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলা হয় বুধবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৫টায় এনায়েতপুর বেতিল স্কুল এ্যান্ড কলেজ মাঠে সদিয়া চাঁদপুর ইউনিয়ন আ'লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছিলো। সম্মেলনের ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষনার পূর্বে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে মিঠু বিশ্বাস ও ভাতিজা নান্নু বিশ্বাসের নেতৃত্বে
সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

[৫] এসময় আঞ্চলিক ইউনিয়ন আ'লীগের ৬নং ওয়ার্ডের সদস্য আব্দুল জলিলকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আরো অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়। তবে এই হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

[৬] এ ব্যাপারে এনায়েতপুর থানার ওসি আতাউর রহমান আওয়ামীলীগ কর্মী আব্দুল জলিলের নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে বলেন নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়