শিরোনাম
◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০৩:২৩ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘায় এক যুবককে গুলি করে হত্যা

আতাহার আলী: রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউপি’র চৌমাদিয়া বাজারের চায়ের দোকান থেকে ইব্রাহিম দেওয়ান (৩৫) নামের এক যুবককে তুলে নিয়ে গিয়ে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই যুবক চৌমাদিয়া চর এলাকার হাবু দেওয়ানের ছেলে। বুধবার (২৪-০৩-২১) রাত সাড়ে ৯ টার দিকে চৌমাদিয়া বাজারের উত্তর পার্শ্বে রেজা খালির বাড়ি সংলগ্নে হত্যা কান্ডের এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও পুলিশের মাধ্যমে জানা যায়, উপজেলার চকরাজাপুর ইউপি’র চোমাদিয়া চর এলাকায় রশিদ ব্যাপারী ও ইব্রাহিম দেওয়নের মধ্যে জমি-জায়গা নিয়ে দীর্ঘদিনের  বিরোধ ছিল। বুধবার রাতে ইব্রাহিম দেওয়ান ও মোশারোফ  হোসেনসহ লোক জন চৌমাদিয়া বাজারে চায়ের দোকানে বসে টিভি দেখছিল।

এ সময় রশিদ ব্যাপারিসহ ১০-১২ জনের সঙ্গবদ্ধ একটি দল পিস্তলের ফাকা গুলি করতে করতে সেখানে আসে। এ সময় গুলির আতঙ্কে লোকজন ছত্রভঙ্গ হলে ইব্রাহিম দেওয়ান ও মোশারোফ কে তারা ধরে নিয়ে যায়। পরে চৌমাদিয়া বাজারের উত্তর পার্শ্বে রেজা খালির বাড়ি সংলগ্নে হাবু দেওয়ানকে গুলি করে হত্যা করে এবং মোশারোফকে মারপিট করে ছেড়ে তারা চলে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সোলাইমান আলী বলেন, ইব্রাহিম দেওয়ানকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলেও সে আগেই মারা গেছে। মোশারোফকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি)  তদন্ত আব্দুল বারি জানান, ময়না তদন্তের জন্য লাশ রা’মেক হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কেউ কোন অফিযোগ দায়ের করেনি, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়