শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০১:৪৬ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিবগঞ্জ-মহাস্থান আঞ্চলিক সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

জিএম মিজান: বগুড়ার শিবগঞ্জ-মহাস্থান আঞ্চলিক সড়কের ৭ কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি সচেতন শিবগঞ্জবাসী ও সিএনজি চালিত অটো রিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বুধবার বেলা ১১টায় শিবগঞ্জ উপজেলা সদরে বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, সিএনজি মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন, সাঃ সম্পাদক বাবু মিয়া, আব্দুল মতিন, আব্দুল হান্নান, মইনুল ইসলাম, সুবির দত্ত, আবু তাহের, তারাজুল ইসলাম, আব্দুর রউফ রুবেল, পবন রায়, প্রমুখ। বক্তরা বলেন, বগুড়া-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু হওয়ায় মহাস্থান-শিবগঞ্জ সড়ক দিয়ে বর্তমানে উত্তরাঞ্চলের দিনাজপুর, হিলি, রংপুর, জয়পুরহাটসহ কয়েকটি জেলার শত শত পরিবহণ চলাচল করছে। সড়কের ধারণ ক্ষমতার অতিরিক্ত যান চলাচলের কারণে রাস্তাটির অধিকাংশ স্থান দেবে খানাখন্দ সৃষ্টি হয়েছে। ফলে এই সড়কে যান চলাচল তো দূর এখন পায়ে চলাচলও কষ্টকর হয়ে পড়েছে। তারা অবিলম্বে এই সড়ক সংস্কারের দাবি জানান।

সড়ক ও জনপদ বিভাগ বগুড়ার নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান এ প্রতিবেদক-কে বলেন, শিবগঞ্জ-মহাস্থান আঞ্চলিক সড়কের সংস্কার কাজের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে সংস্কার কাজের প্রাক্কলনও তৈরি করা হয়েছে। আশা করা যাচ্ছে আগামী জুন মাসের মধ্যে সংস্কার কাজ শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়