শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২১, ০৬:১৮ বিকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২১, ০৬:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বুথ ফেরত জরিপ বলছে নেতানিয়াহুর দল সরকার গঠন করতে পারছে না

রাশিদুল ইসলাম : [২] ইসরায়েলে ভোটগ্রহণ শেষ হয়েছে মঙ্গলবার রাতে। ১২০ সদস্যের ইসরায়েলের পার্লামেন্টে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি জিতেছে ৩০টি আসন, ইয়েশ আতিদ ১৮, শাস ৯ ও নীল ও সাদা দল পেয়েছে ৮টি আসন। এছাড়া ইয়ামিনা এন্ড লেবার ৭ ও রিলিজিয়াস জায়োনিস্ট পার্টি ৬ ও মেরেৎজ দল পেয়েছে ৫টি আসন। জেরুজালেম পোস্ট

[৩] নেতানিয়াহুর দল ৩১ থেকে ৩৩ আসনে জিততে পারে। তার প্রধান বিরোধী দল জিততে পারে ১৮টির মতো আসনে। তার অর্থ সাবেক শরিক বেনেটের দলের সঙ্গে হাত মেলাতে হবে পারে নেতানিয়াহুকে। কিন্তু বেনেটের সঙ্গে নেতানিয়াহুর সম্পর্ক এখন খুবই খারাপ। তাই নেতানিয়াহুর পক্ষে জোট করা কঠিন হবে। তিনি বা বিরোধীরা জোট করে সরকার গঠন করতে না পারলে দুই বছরে পঞ্চমবারের জন্য নির্বাচনের মুখে পড়বে ইসরায়েল।

[৪] ইসরায়েলের সেন্ট্রাল ইলেকশন কমিটি বলছে সপ্তমবারের মত নেতানিয়াহু সরকার গঠন করতে পারছেন না বলেই মনে হচ্ছে।

[৫] নির্বাচনের পর ভোট গ্রহণ শেষ হবার আগেই অবশ্য নেতানিয়াহু নিজেকে বিজয়ী বলে ঘোষণা করেন। আবার তার বাড়ির সামনে বিক্ষোভকারীরা বিবি (নেতানিয়াহু) বাড়ি ফিরে যাও বলেও স্লোগান দিতে থাকে।

[৬] বিরোধী নেতা ল্যাপিড বলেছেন, বিরোধীরা মিলে সংখ্যাগরিষ্ঠতা পাবে। ফলে নেতানিয়াহুর পক্ষে সরকার গঠন করা সম্ভব হবে না। তবে ভোটের চূড়ান্ত ফলাফল বের হবে এই সপ্তাহের শেষে। ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এক্সিট পোল যে ঠিক হবেই তার কোনো গ্যারান্টি নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়