বাশার নূরু: [২] চিঠিতে দেশটির জনগণকে পাকিস্তান দিবসের শুভেচ্ছাসহ দুই দেশের সম্পর্ক উন্নয়নের ইচ্ছা পোষণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। খবর: সময় টিভি
[৩] মঙ্গলবার ইমরান খানকে লেখা চিঠিতে শেখ হাসিনা বলেন, ‘ইসলামাবাদসহ প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও বৈচিত্যময় হওয়ার অপার সম্ভাবনা রয়েছে।
[৪] চিঠিতে শেখ হাসিনা আরও উল্লেখ করেন, বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষে এবং আমার পক্ষ থেকে, আপনাকে এবং আপনার মাধ্যমে, পাকিস্তান দিবস উপলক্ষে পাকিস্তান সরকার ও জনগণকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই।
[৫] চিঠিতে বলা হয়েছে, দুই দেশের জনগণ তখনই উপকৃত হবে যখন উন্নয়ন ও শান্তিতে অংশীদারিত্বের ভিত্তিতে তাদের যাত্রা সমুন্নত রাখবেন।
[৬] ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইমরান খানের কাছে পাঠানো চিঠিতে লিখেছেন, প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে আন্তরিক সম্পর্ক চায় ভারত। কিন্তু সে জন্য ভীতি ও বৈরিতাশূন্য একটা আস্থার পরিবেশ অপরিহার্য।
[৭] মোদি বলেন, প্রতিবেশী হিসেবে পাকিস্তানের জনগণের সঙ্গে আন্তরিক সম্পর্ক চায় ভারত। আর সে জন্য আস্থা ও ভীতিশূন্য পরিবেশ দরকার।
[৮] করোনাভাইরাস মহামারীর চ্যালেঞ্জ মোকাবিলায় পাকিস্তানের জনগণ ও ইমরান খানের সফলতা কামনা করেছেন মোদি।
[৯] ভারত ও পাকিস্তানের মধ্যকার সুসম্পর্কের আভাস হিসেবে দেখা হচ্ছে মোদির এই চিঠিকে।
[১০] গত মাসে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ২০০৩ সালের অস্ত্রবিরতি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।
[১২] সোমবার পার্মান্যান্ট ইন্দুস কমিশন নিয়ে আলোচনা করতে ভারত সফরে গিয়েছেন পাকিস্তানি প্রতিনিধি দল। গেল আড়াই বছরের মধ্যে দুদেশের মধ্যে এটিই প্রথম কোনো বৈঠক।
[১৩] ২০১৯ সালে একদফা আকাশযুদ্ধের পর দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে। অধিকৃত কাশ্মীর নিয়ে এই সংঘাত হয়েছিল।