শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২১, ১২:৫২ দুপুর
আপডেট : ২৪ মার্চ, ২০২১, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সংক্রমণ রোধে রাত ৮টার মধ্যে দোকান বন্ধের অনুরোধ মেয়র তাপসের

মাসুদ আলম, মহসীন কবির: [২] বুধবার রাজধানীর গোপীবাগের বয়েজ ক্লাব মাঠ পরিদর্শনে এসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আমরা চাই রাত ৮টার মধ্যে সব ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হোক, এতে করে করোনার সংক্রমণ অনেকাংশেই কমে আসবে। এতে করে রাতে আমরা ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে স্বাস্থ্যবিধি পরিপালন পূর্বক কার্যক্রম পরিচালনা করতে পারবো।

[৩] তিনি আরও বলেন, যে খাল-জলাশয়গুলো আমরা পরিষ্কার করছি আপনারা দয়া করে এসবে কোনো ধরনের বর্জ্য, ময়লা ফেলবেন না। যে পাম্প স্টেশনগুলো আমরা নিয়েছি সেগুলো আমরা সচল করেছি। আমাদের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। আশা করছি জলাবদ্ধতার বিষয়ে ঢাকাবাসীকে আগের চেয়ে সুফল দিতে পারবো।

[৪] শেখ তাপস বলেন, জলাবদ্ধতার বিষয়ে একটি আশঙ্কা রয়েছে, আমরা ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ড এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছি। ৫১টা স্লুইস গেট আছে বেড়িবাঁধ সংলগ্ন। আমরা প্রস্তুতি নিয়েছি এগুলো আমাদের কাছে হস্তান্তর করলে সেগুলো মেরামত করবো, রক্ষণাবেক্ষণ এবং কার্যকর করবো।

[৫] তিনি আরও বলেন, স্লুইস গেটের দুই প্রান্তে আমরা বর্জ্য অপসারণের কাজ করে চলেছি, যেন পানি নিষ্কাশন প্রবাহটা ঠিক থাকে। কিন্তু স্লুইসগেটগুলো মেরামত করে কার্যকর যদি না করা যায় তাহলে পানি নিষ্কাশনে আমাদের প্রতিবন্ধকতা হবে। এজন্য আমরা আবেদন করেছি, আমরা আশাবাদী তারা আমাদের কাছে এগুলো হস্তান্তর করবে। জলাবদ্ধতা নিরসনে সেগুলো কার্যকর এবং সঠিকভাবে রক্ষাণাবেক্ষণের পদক্ষেপ তাদের এখনই নিতে হবে। সম্পাদনা : ইসমাঈল ইমু

  • সর্বশেষ
  • জনপ্রিয়