শিরোনাম
◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২১, ০৮:৩১ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০২১, ০৮:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইএফটি জটিলতায় গত মাসের বেতন পায়নি সরকারি প্রাথমিকের সোয়া ২ লাখ শিক্ষক

শরীফ শাওন: [২] দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংখ্যা ৪ লাখ ৪৪ হাজার ৩৬৫ জন। সকল চাকুরিজীবিদের মতো শিক্ষকদের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে দেওয়ার লক্ষ্যে কার্যক্রম পরিচালনায় এ জটিলতা তৈরি হয়।

[৩] বেতন সংক্রান্ত অনলাইন প্ল্যাটফর্ম আইবাস প্লাস প্লাসের ১৫ মার্চ প্রতিবেদন সূত্রে জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেতন নির্ধারণ না করায় সফটওয়্যারে তালিকাভূক্ত হতে পারেনি ৮১ হাজার ৯৪৬ জন শিক্ষক।

[৪] বাকি ৩ লাখ ৬২ হাজার ৪১৯ জনের মধ্যে ডাটাবেজে এন্ট্রি হয়েছে ৩ লাখ ৫৩ হাজার ৯৯৭ জন শিক্ষক। তালিকাভুক্তি থেকে বাদ পড়েছে ৮ হাজার ৪২২ জন।

[৫] এন্ট্রি হওয়া শিক্ষকদের মধ্যে ২ লাখ ৮৬ হাজার ১৪৪ জন শিক্ষকের তথ্য সংশ্লিষ্ট উপজেলা বা থানা শিক্ষা অফিসের মাধ্যমে অনুমোদন করা হয়েছে। অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ৬৭ হাজার ৮৫৩ জন।

[৬] অনুমোদন পাওয়া শিক্ষকদের মধ্যে ফেব্রুয়ারি মাসের বেতন ভাতা ইএফটির মাধ্যমে পেয়েছে ২ লাখ ১৬ হাজার ১৫২ জন, বাকি ৬৯ হাজার ৯৯২ জনের ইএফটি আদেশ অপেক্ষমাণ রয়েছে। সব মিলিয়ে ইএফটি সুবিধার বাইরে বেতন জটিলতায় রয়েছে ২ লাখ ২৮ হাজার ২১৩ জন।

[৭] অর্থ বিভাগ জানায়, বিষয়টি সমাধানে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে সুপারিশসহ অনুরোধ জানানো হয়েছে। অনুরোধে বলা হয়েছে, বেতন নির্ধারণ না হওয়া শিক্ষকদের তথ্য সংশোধন, অনুমোদনের অপেক্ষায় থাকা শিক্ষকদের দ্রুত অনুমোদন ব্যবস্থা, ডাটাবেজে এন্ট্রি না হওয়া শিক্ষকদের বিষয়ে সংশ্লিষ্ট জেলা বা থানা শিক্ষা অফিসারের মাধ্যমে এন্ট্রির ব্যবস্থা এবং যারা ইএফটি ট্রান্সমিটের জন্য অপেক্ষমাণ রয়েছে তাদের ইএফটি ব্যবস্থা করা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়