সালেহ্ বিপ্লব: [২] ভারতীয় গণমাধ্যম ইয়ন-এর নির্বাহী সম্পাদক পালকি শর্মার সঙ্গে একান্ত সাক্ষাতকারে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ কথা বলেন।
[৩] নরেন্দ্র মোদি আগামী ২৬ মার্চ ঢাকা আসছেন। মন্ত্রী বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হবেন ভারতের প্রধানমন্ত্রী, এটা অত্যন্ত আনন্দের।
[৪] মন্ত্রী দুদেশের ঐতিহাসিক বন্ধুত্বের কথা উল্লেখ করে বলেন, আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন ইস্যুর সমাধান করে আমরা বিশ্বে নজির স্থাপন করেছি। তারপরও কিছু সমস্যা এখনও রয়ে গেছে। সীমান্ত হত্যা ও তিস্তা নদীর পানিবণ্টনের কথা উল্লেখ করেন তিনি।