শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২১, ০৯:৩২ সকাল
আপডেট : ০৮ মার্চ, ২০২১, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোমবার দেশজুড়ে ধর্মঘটে মিয়ানমারে বন্ধ রয়েছে ব্যাংক, শিল্প-কারখানা ও দোকানপাট, দুই বিক্ষোভকারী নিহত

লিহান লিমা: [২] সোমবার মিয়ানমারের নির্মাণ, কৃষি, পণ্য উৎপাদনসহ অন্তত নয়টি খাতের ট্রেড ইউনিয়ন দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে। আহ্বানের সাড়া দিয়ে সব দোকান-পাট, শিল্প কারখানা, ব্যাংক, শপিং মল বন্ধ করেন ব্যবসায়ীরা। আল জাজিরা, রয়টার্স, গার্ডিয়ান

[৩] ব্যবসা ও অর্থনীতির চাকা সচল রেখে সামরিক সরকারকে সহযোগিতা করতে প্রত্যাখ্যান করে ট্রেড ইউনিয়নগুলো বলছে, ‘গণতন্ত্রের জন্য রুখে দাঁড়ানোর এখনই সময়।’

[৪] ধর্মঘট ঠেকাতে নিরাপত্তা বাহিনী হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়গুলো ঘিরে রেখেছে। বিক্ষোভকারীরা যাতে জড়ো হতে না পারেন সেজন্য ফাঁকা গুলি ও তল্লাশি চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। বিক্ষোভকারীরা ঝুঁকি উপেক্ষা করেই রাজধানী ইয়াঙ্গুন, মানদেলে, দেউয়াইসহ দেশের বিভিন্ন প্রান্তে জড়ো হয়েছেন। কিছু বিক্ষোভকারী নারীদের পরিহিত ঐতিহ্যবাহী সারং ধুতি দিয়ে পতাকা উড়িয়ে জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান। পুলিশ বিক্ষোভে স্টান গ্রেনেড, টিয়ার গ্যাস ও জল কামান ছুঁড়েছে।

[৫] এদিন বিক্ষোভে দুইজন পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন। এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘তারা নিরস্ত্র জনগণের ওপর গুলি চালিয়ে নির্বিচারে হত্যা করছে। তারা নৃশংস ও অমানবিক।’

[৬]গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত প্রায় ৫৫জন নিহত হয়েছেন। গ্রেপ্তার হয়েছেন প্রায় ১৮’শ।

[৭]যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও ইইউরোপিয় ইউনিয়ন মিয়ানমারের সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞারোপ করেছে। রোববার অস্ট্রেলিয়া দেশটির সঙ্গে সামরিক সম্পর্ক ছিন্ন করেছে। আরো ১২টি দেশ জান্তা সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে।

[৮]তবে চীন ও রাশিয়া মিয়ানমার ইস্যুতে নীরব রয়েছে। রোববার চীনের পার্লামেন্টে এক অধিবেশনে বলা হয়, মিয়ানমারের জনগণের ইচ্ছায় এবং দেশটির সার্বভৌমত্বেও প্রতি সম্মান রেখে চীন বর্তমান সংকট সমাধানে সব পক্ষের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়