শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২১, ০৫:২৬ সকাল
আপডেট : ০৮ মার্চ, ২০২১, ০৫:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শহীদ আফ্রিদি বললেন, আমার মেয়ের বাগদানের তারিখ শিগগিরই ঘোষণা করা হবে

স্পোর্টস ডেস্ক : [২] শহীদ আফ্রিদির বড় মেয়ে আকসা আফ্রিদির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন পাকিস্তান দলের পেসার শাহীন শাহ আফ্রিদি। দুই পক্ষের মধ্যে শাহীনের বাবা আয়াজ খান ও পাকিস্তানি সাংবাদিক ইহতিশাম উল হক বিষয়টি সামনে নিয়ে আসেন। এবার এর সত্যতা নিশ্চিত করলেন মেয়ের বাবা আফ্রিদি নিজেই।[৩] পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন বিষয়টি স্পট করে বলেন, আমার মেয়ের জন্য শাহীনের পরিবার আমার পরিবারের কাছে প্রস্তাব দিয়েছে। দুই পরিবারই বিষয়টি নিয়ে আলোচনায় বসেছিল। দাম্পত্য সম্পর্ক স্বর্গে তৈরি হয়, আল্লাহ চাইলে এই সম্পর্কও তৈরি হয়ে যাবে। শাহীনের জন্য আমার দোয়া থাকলো সে যেন মাঠে ও মাঠের বাইরে সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারে।

[৪] বুমবুম খ্যাত এই তারকা আরও বলেন, দুই পরিবার একটি সিদ্ধান্তে পৌঁছেছে এবং শাহীনের সঙ্গে আমার মেয়ের বাগদান হতে যাচ্ছে। বাগদানের তারিখ শিগগিরই ঘোষণা করা হবে। পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজকে শাহীন আফ্রিদির বাবা আয়াজ খান জানিয়েছেন, শহীদ আফ্রিদিকে বিয়ের প্রস্তাব পাঠালে তিনি সানন্দে তাদের প্রস্তাব মেনে নেন। তার বড় মেয়ে আকসা শাহীনের বউ হয়ে আসছে শিগগিরই। এরপর থেকেই শাহীন ও আকসারে বিয়ের খবরে দিনভর মেতে থাকেন ক্রিকেটপ্রেমীরা।

[৫] ২০১৮ সালে পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিকে অভিষেক ঘটে শাহীন শাহ আফ্রিদি। এখন পর্যন্ত ১৫ টেস্ট, ২২ ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। টেস্টে তার উইকেট সংখ্যা ৪৮টি। ওয়ানডেতে ৪৫ ও টি-টোয়েন্টিতে ২৪ উইকেট শিকার করেছেন সুদর্শন এ পেসার। - জিও নিউজ / আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়