দেবদুলাল মুন্না: [২] জামিনের জন্য সরকারের কাছে কৃতজ্ঞ কিশোরের ভাই, তারা উদ্বিগ্ন কারণ কিশোর যা বলছেন না, তাই তার বয়াণে রিপোর্টে ছাপা হচ্ছে বিভিন্ন সংবাদমাধ্যমে
[৩] ট্রমা নিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রেখে আছেন আত্মগোপনে।
[৪] মাত্র দুটি পত্রিকা ছাড়া অন্য গণমাধ্যমে প্রায়শই কিশোরের সঙ্গে কথা না বলেই রিপোর্ট করা হচ্ছে। কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের ভাই লেখক ও সাংবাদিক আহসান কবির গতকাল এসব কথা বলেন। তিনি জানান, একদিকে কিশোর তার স্ত্রী ও এক ছেলে মেয়ের সঙ্গে এখনও দেখা করতে পারেননি। আছেন শারীরিক ও মানসিক যন্ত্রণায়। কিশোর নিরাপত্তাহীনতাও বোধ করছেন।
[৫] কিশোর কোথায় আছেন এটি বলতে রাজি নন তিনি। শুধু জানান, উত্তর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে রয়েছেন। কিশোর বেশিরভাগ সময়ই কান্না করেন। তার সন্তানরাও বাবা’কে দেখার জন্য ব্যাকুল।
[৬] চিকিৎসকরা জানিয়েছেন, চোখের ছানি অপারেশন করতে হবে।ডায়াবেটিস ৭ থেকে ১১ এর ভেতর থাকছে। রক্তচাপ উঠানামা করছে।
[৭] আহসান কবির জানান, কিশোরের ওপর এ নির্যাতনের সঙ্গে জড়িতদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে তার পরিবার। তাদের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়–য়া কিশোরের ওপর নির্যাতনের ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।
[৮]আহসান কবির জানান, কিশোরের খুব ঘনিষ্ঠ দুই বন্ধু তার সঙ্গে থাকছেন। তাদের একজনের মাধ্যমে কিশোরের সঙ্গে আলাপ হলে তিনি জানান, এখনও খাবারের স্বাভাবিক রুচি ফিরে পাননি। তিনি সবার দোয়া চেয়েছেন।