শিরোনাম
◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২১, ০৫:৫৫ সকাল
আপডেট : ০৮ মার্চ, ২০২১, ০৫:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 বঙ্গবন্ধুর ভাষণে নিরস্ত্র বাঙালি সশস্ত্র রূপে লড়াই করে: প্রতিমন্ত্রী স্বপন

জাহিদুল কবীর: ঐতিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, বঙ্গবন্ধু ৭ মার্চ একটি বক্তব্য দিয়েছিলেন। ওই বক্তব্যে বাঙালি নিরস্ত্র থেকে সশস্ত্র রূপ নিয়ে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করে।

তিনি বলেন, এর আগে বাঙালি রাজনীতি বিমুখ ছিল। বঙ্গবন্ধু তার সারাটি জীবন শহর থেকে গ্রামে, গ্রাম থেকে মহল্লায় সাধারণ মানুষ যে পাকিস্থানি শাসকদের দ্বারা শোষিত, নির্যাতিত, নিষ্পেষিত অবস্থা থেকে মুক্তি পেতে মানুষকে সংগঠিত করেন। যার ফলে ১৯৭০ সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্টতা অর্জন করলেও পাকিস্থানি সামরিক জান্তা ক্ষমতা দিতে অস্বীকার করে।

তার দূরদর্শিতা, সাহস আর সুদূরপ্রসারী চিন্তার ফসল আজকের এই সুন্দর বাংলাদেশ। স্বাধীনতার পর পরাজিত ওই শক্তি বাংলাদেশকে পাকিস্থানি ভাবধারায় আবারও ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় তাদের সেই আশা পূরণ হয়নি। দীর্ঘ ২৪ বছরের সংগ্রামে আজ বাংলাদেশ বিশ্বে একটি আলোচিত দেশের নাম।

তিনি রোববার বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা পুলিশের আয়োজনে আনন্দ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। তিনি বলেন, এক সময় বাংলাদেশকে কটাক্ষ করে বলা হতো তলাবিহীন ঝুড়ি। কিন্তু জননেত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে গত ১২ বছরে দেশে প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। আজ ইউনেস্কো আমাদের এলডিসি থেকে উন্নয়শীল দেশে রূপান্তরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। আর এ কাজ সম্ভব হয়েছে কেবল বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে।

তিনি বলেন, গত ৫০ বছরে সারা বিশ্বে ৫টি দেশ উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ পেয়েছে। যার মধ্যে বাংলাদেশ অন্যতম।

তিনি বলেন, ইতোমধ্যে আমরা এমডিজির ৮টি সূচকে অগ্রগতিলাভ করেছি। এখন টেকসই উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলেছি। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যশোর অঞ্চলে মাদক, সন্ত্রাসকে না ও উন্নয়ন, স্বস্তি ও শান্তিকে হ্যা বলার জন্যে জেলা পুলিশের প্রতি উদাত্ত আহ্বান জানান।

বঙ্গবন্ধুর কালজয়ী ভাষণের কথা উল্লেখ করে তিনি বলেন, ৭ মার্চ একদিনে হয়নি। অনেকগুলো ধাপ পেরিয়ে এসেছে- ১৯৪৯, ১৯৫৪, ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৬৯, ১৯৭০ সালের বিভিন্ন ঐতিহাসিক ঘটনার প্রেক্ষিতে। পৃথিবীর একটি মাত্র দেশ, যা সৃষ্টি হয়েছে একটি ভাষাকে রক্ষা করার জন্যে। ভাষার অধিকার আদায়ে মানুষ প্রাণ দিয়েছে। এই দেশে একজন মানুষের বক্তৃতায় সাধারণ মানুষ যুদ্ধে ঝাপিয়ে পড়েছে। সেই একজন হচ্ছেন জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তৃতা করেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, মুক্তিযুদ্ধ চলাকালে বৃহত্তর যশোরে মুজিব বাহিনী (বিএলএফ) প্রধান আলী হোসেন মনি, সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনির, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোর পৌরমেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে শান্তির দূত পায়রা, রঙিন বেলুন উড়ানো ও কেক কাটা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়